পালকীয় পরিষদের সদস্য-সদস্যাদের নিয়ে আশার তীর্থযাত্রা উদযাপন

গত ৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সুরশুনিপাড়া ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য-সদস্যা ও প্রার্থনা পরিচালকগণ আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ করেন।
এতে সুরশুনিপাড়া ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য-সদস্যা ও প্রার্থনা পরিচালক মিলে প্রায় ৫৬জন অংশগ্রহণ করেন।
সুরশুনিপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত প্রদীপ কস্তা তাঁর সহভাগিতায় বলেন, “আমরা আশা নিয়ে প্রতিদিন বেঁচে থাকি। আর প্রয়াত পুণ্যপিতা পোপ ফ্রান্সিস যিশুর জন্মের জুবিলী বর্ষের মূলভাব হিসেবে বেঁছে নিয়েছেন “আশার তীর্থযাত্রা”।
“আজকে আমরা পোপ মহোদয়ের সাথে একাত্ব হয়ে যিশুর জন্মের জুবিলী বর্ষের আশার তীর্থযাত্রা করছি, যা আমাদের জীবন নিয়ে ধ্যান করতে সহায়তা করবে,” বলেন ফাদার কস্তা।
তারা রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার নাটোর, গুল্টা, মথুরাপুর, বোর্ণী, গোপালপুর ও বনপাড়া ধর্মপল্লীতে ভ্রমন করেন এবং প্রতিটি ধর্মপল্লী চত্বরে অবস্থিত গীর্জায় প্রবেশ করে প্রার্থনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই তীর্থযাত্রায় অংশগ্রহণকারী সুরশুনিপাড়া ধর্মপল্লীর পালকীয় পরিষদের সেক্রেটারী মি. বেঞ্জামিন টুডু তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, “খ্রীষ্ট জন্ম জয়ন্তী ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আশার এই তীর্থযাত্রায় অংশগ্রহণ করে আমি অত্যন্ত খুশি।”
তিনি আরো বলেন, বিভিন্ন ধর্মপল্লীর বিভিন্ন গীর্জায় গিয়ে প্রার্থনা করে আমি অন্তর-আত্মার যে শান্তি পেয়েছি তা সত্যিই অনন্য। এজন্য আমি ঈশ্বরকে মন-প্রাণ দিয়ে আজ ধন্যবাদ জানাই।”
আমরা যেন আশার মানুষ হয়ে উঠতে পারি এবং অন্যের মাঝেও আমরা যেন আশা স্থাপন করতে পারি। এই ২০২৫ খ্রিস্টাব্দের জুবিলী আমাদেরকে মিলন, একতা, ভালবাসা ও বিশ্বাসে বেড়ে ওঠার আহ্বান জানায়।” - ফাদার উওম রোজারিও