রাঘবপুর সাধু যোসেফ্স ক্যাথলিক গির্জায় উদযাপিত হল যীশু সঙ্ঘের প্রতিষ্ঠাতা সাধু ইগ্নাস লায়লার পর্ব দিবস

রাঘবপুর সাধু যোসেফ্স ক্যাথলিক গির্জায় উদযাপিত হল যীশু সঙ্ঘের প্রতিষ্ঠাতা সাধু ইগ্নাস লায়লা পর্ব দিবস

প্রতি বছরের ন্যায় এই বছরও বিগত ৩১ শে জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর ধর্মপল্লীর অন্তর্গত রাঘবপুর সাধু যোসেফ্স ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে যীশু সঙ্ঘের প্রতিষ্ঠাতা সাধু ইগ্নাস লয়লার পর্ব দিবস পালন করা হল।

বৈকাল পাঁচ ঘটিকায় পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লী র মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা এস.জে, রাঘবপুর ধর্মপল্লী র পাল পুরোহিত ফাদার যোসেফ টপ্প এস.জে., ফাদার ই.এস.যোসেফ এস.জে., ফাদার কে. তোট্টাম এস.জে., এবং ফাদার আরুল যোসেফ এস.জে প্রমুখ

এছাড়া উপস্থিত ছিলেন ফাদার জিনেস সিবাস্টিয়ান এস. জে., ব্রাদার মাইকেল এস. জে., কলাহৃদয়ের পরিচালক ডক্টর ফাদার সাজু জর্জ এস.জে., ফাদার ভিন্সেন্ট প্যাট্রিক এস.জে. এবং সাধারণ খ্রীস্ট ভক্তগণ।

খ্রীস্টযাগ আরম্ভের পূর্বে সেবক দলের পরিচালনায় মুক্তি আমার ইচ্ছা আমার গানে প্রবেশিকা নৃত্য, বরণ, আরতি ও চন্দনের টিকা দিয়ে পুরোহিত বর্গকে স্বাগত জানানো হয় ।

খ্রীষ্টযাগের উপদেশে ফাদার প্রত্যেকটি মানুষকে সাধু ইগ্নাসের জীবন থেকে শিক্ষা নিয়ে আদর্শ খ্রিস্টীয় জীবন যাপন করার জন্য অনুপ্রাণিত করেন

খ্রীস্টযাগ শেষে সকল ফাদার ও ব্রাদারগণকে সম্বর্ধনা জানানো হয়। প্যারিস কাউন্সিল ও ধর্মপল্লীর অন্যান্য কার্যকরী সংগঠন যেমন খ্রিস্টীয় জীবন সংঘ, ভিনসেন্ট দি পল সোসাইটি, মহিলা কমিশন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুরের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

সর্বত্রভাবে এই অনুষ্ঠান পরিচালনা ও আয়োজনের দায়িত্ব পালন করে পালকীয় পরিষদের সদস্যরা।

খ্রীষ্টযাগ শেষে কেক কেটে এবং গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। -তন্ময় মন্ডল