রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত (ছবি: সংগৃহীত)

আজ ২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে।

দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইউনিটগুলো হচ্ছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো হয়েছে।

ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখনো ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক  বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ- বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬মিনিটে উড্ডয়ন করেছিল।

বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। সেই ভবনটির নাম হলো হায়দার হল।

তবে বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন। - সংবাদ সংগৃহীত