মুক্তিদাতা হাই স্কুলে উদযাপিত হল মহান স্বাধাীনতা দিবস
গত ২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হলো মহান স্বাধাীনতা দিবস।
এই দিবসকে কেন্দ্র করে এবং দেশের মঙ্গল ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধাদের কথা স্মরণ করে ফাদার ফাবিয়ান মারান্ডী বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীতসহ যাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি সেই বীর শহীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মিসেস সবিতা মারান্ডীর তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “আজ আমাদের বাঙ্গালী জাতীর জীবনে একটি শ্রেষ্ঠ দিন। এই দিনেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। বঙ্গবন্ধুর ডাকে হাজারো বাঙ্গালী তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছিল। এই স্বাধীনতার মান আমাদের ধরে রাখতে হবে।”
প্রধান অতিথি এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডী, বিশেষ অতিথি মন্সিনিয়র মার্সেল তপ্ন ও ফ্রান্সিস সরেন এবং সভাপতি ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন সিএসসি সহ অন্যান্য অতিথি, শিক্ষক-শিক্ষকা, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে কে উদ্বোধনী নৃত্যের দ্বারা ফুরের তোড়া, ব্যাজ ও উত্তোরিয় প্রদান করে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, “ত্রিশ লক্ষ্য তাজা প্রাণের বিনিময়ে আমার এই স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, একটি ভূখন্ড পেয়েছি। যাদের প্রাণের বিনিময়ে আমার এই স্বাধীন দেশ পেয়েছি তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা যেন সবসময় থাকে। তাদের যেমন দেশ প্রেম ছিল আমাদেরও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”
“স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীণতা রক্ষা করা অনেক কঠিণ”, বলেন ফাদার মারান্ডী।
বিশেষ অতিথি ফ্রান্সিস সরেন বলেন, “তিনি মুক্তিযুদ্ধ দেখেছেন এবং যুদ্ধের অনেক অভিজ্ঞতা সহভাগিতা করেন। তার বক্তব্য ছিল হৃদয়স্পর্শী।”
পরিশেষে আলোচনার মূল প্রবন্ধ পাঠ করেন মোঃ রফিকুল ইসলাম এছাড়াও মিসেস মনিকা ঘরামী ও প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি আলোচনায় অংশ গ্রহন করেন।
দিনের কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃ ক্লাস প্রীতি ফুটবল খেলা এবং পুরস্কার বিতরনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করা হয়।- ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি