বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে উদযাপিত হলো বিবাহের র্সুবণ ও রজত জয়ন্তী উৎসব
গত ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, বনপাড়া লূর্দের রাণী মারিয়া র্ধমপল্লীতে বারো জোড়া দম্পত্তির বিবাহিত জীবনের সুর্বণ ও রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হলো।
এতে ধর্মপল্লীর এক জোড়া দম্পতির বিবাহিত জীবনের সুর্বণ ও এগার জোড়া দম্পতির বিবাহিত জীবনের রজত জয়ন্তী উদযাপন করেন।
এই দিনে বিবাহিত জীবনের জয়ন্তী উপলক্ষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার দিলীপ এস. কস্তা এবং তার সাথে ছিলেন আরো ৬ জন যাজক, ৩ জন সেমিনারীয়ান, ১০ জন সিস্টার এবং প্রায় ৩৫০ জন খ্রিস্টভক্তগন।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, “আজ আমরা পুণ্য পরিবারের পর্ব পালন করছি। এই পরিবারই হচ্ছে সকল গুনের আকর ও শিক্ষালয়। ঈশ্বরের বাণী, খ্রীষ্টের জীবনাদর্শই ছিল এই পরিবারের প্রাণকেন্দ্র। এই পরিবারই ছিল ঐশবাণীকে গ্রহণ ও তা বাস্তবে প্রকাশ করার প্রথম উৎস-স্থল। কালক্রমে এই পুণ্য পরিবারই হলো খ্রীষ্টকে ও খ্রীষ্টধর্মকে প্রচারের প্রথম হাতিয়ার বা উপায় স্বরূপ। এভাবে পুণ্য পরিবারটি হলো একটি আদর্শ প্রচারধর্মী মণ্ডলী।”
ফাদার আরো বলেন, “আমরা আজ যীশু-মারীয়া-যোসেফের আদর্শ জীবনকে আশ্রয় করে আমাদের মধ্যে একটি আদর্শ প্রচারধর্মী সমাজ গড়ে তুলি যাতে বাংলাদেশের সর্বত্রই জনগণের মাঝে খ্রীষ্টাদর্শ ছাড়িয়ে পড়ে এবং তাদের মধ্যেও আদর্শ পারিবারিক জীবন গড়ে উঠে।”
পরিবার হলো ঈশ্বরের ভালবাসার ফল। ঈশ্বর তাঁর মুক্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিবারের মধ্যদিয়ে তার মুক্তিদায়ী পরিকল্পনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তাঁর পুত্রকে পুণ্যতম পরিবারের মধ্যদিয়ে এই জগতে পাঠিয়েছেন। এই জগতে তিনি আবির্ভূত হয়েছেন সেই পরিবারের মধ্যদিয়ে। আজ নাজারেথের পবিত্র পরিবার আমাদের পরিবার জীবনের আদর্শ।
আমাদের পরিবারগুলোকে আদর্শ, শান্তিপূর্ণ ও আনন্দিত রাখতে হলে পবিত্র পরিবারকে আমাদের পরিবারের সামনে রাখতে হবে।
খ্রিস্টযাগের শেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা ধর্মপল্লীর পক্ষ থেকে জয়ন্তী উদযাপনকারী দম্পত্তিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। - আরভিএ সংবাদ