কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হল বস্তিতে ডাস্টবিন বিতরণ কার্যক্রম

কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে রজনীগন্ধ্যা এবং হাজীরোড বস্তিতে ৪০টি ডাস্টবিন বিতরণ

গত ৩ থেকে ৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হলো নিরাপদ নগর: সকলের জন্য নিরাপদ, টেকসই এবং অর্ন্তভূক্তিমুলক শহর প্রকল্প (কারিতাস ফ্রান্সের অর্থায়নে) বস্তিতে ডাস্টবিন বিতরণ কার্যক্রম ।

হাজীরোডে সাম্প্রদায়িক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অধীনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ত্তয়ার্ডে রজনীগন্ধ্যা এবং হাজীরোড বস্তিতে ৪০টি ডাস্টবিন বিতরণ করা হয়।

উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ রোজারিও, আঞ্চলিক পরিচালক, মাইকেল রোজারিও জুনিয়র প্রোগ্রাম অফিসার ডি এম এবং কারিতাস অঞ্চল থেকে নিরাপদ নগর প্রকল্পের সকল কর্মীবৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রীয় অফিস থেকে অঙ্কুর ইম্মানুয়েল পালমা, জুনিয়র  প্রোগ্রাম অফিসার ডি এম, ৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর মো. তোফাজ্জ্বেল হোসেন ৭ নং ওর্য়াডের  টাউন ফেডারেশন নেত্রী মিসেস নাসরিন মুজিব ওর্য়াড ডিজাস্টার ম্যানেজম্যান্ট কমিটির সদস্য এবং বস্তির জনগন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য এই কার্যক্রমের লক্ষ্য হলো শহরে বসবাসরত মানুষদের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি অনুশীলন করা এবং বাড়ির আশপাশের এলাকা পরিস্কার পরিছন্ন রাখা। এছাড়াও এসব ডাস্টবিন রক্ষণাবেক্ষন করার জন্য বস্তির প্রধানদের ও বসবাসরত মানুষদের সমন্বয়ে এই দুটি বস্তিতে দুটি কমিটি গঠন করা।

এই প্রকল্পের অধীনে রজনীগন্ধ্যা বস্তিতে ২৫টি ডাস্টবিন এবং হাজীরোড বস্তিতে ১৫টি ডাস্টবিন প্রদান করা হয়েছে। - আরভিএ সংবাদ