ইউনাইটেড খ্রীষ্টিয়ান অব কলকাতা আয়োজিত ইস্টার ড়্যালী
৩১ মার্চ ২০২৪ ,ইউনাইটেড খ্রীষ্টিয়ান অব কলকাতা ইস্টার উপলক্ষে প্রতিবছরের মত একজোট হয়ে কলকাতায় বিশাল ড়্যালী তথা শোভাযাত্রার আয়োজন করেছিল।
সব শ্রেণীর খ্রীষ্টভক্ত,ব্রতধারী নর- নারী,ধর্মপাল ,পুরোহিত সম্মিলিত ভাবে হাতে প্ল্যাকার্ড ,ব্যানার নিয়ে পুনরুত্থিত যীশুর জয়ধ্বনি দিতে দিতে নগর পরিক্রমা করে আচার্য জগদীশ চন্দ্র বোস রোডের সেন্ট জেমস স্কুল প্রাঙ্গনে জমায়েত হন।একত্রে মৃত্যুঞ্জয়ী খ্রীষ্টের পবিত্র উপাসনা - প্রার্থনায় অংশ নেন।
সকলকে স্বাগত জানিয়ে উদ্বোধনী প্রার্থনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অ্যামেজিং গ্রেস ..সমবেত প্রার্থনা সংগীতের পর বাংলা,হিন্দি ও ইংরাজি ভাষায় বাইবেল পাঠ করা হয়।
একে একে ইস্টার শুভেচ্ছা জ্ঞাপন করেন রাইট রেভঃ পরিতোষ ক্যানিং, কলকাতার মহা ধর্মপাল মাননীয় থমাস ডি' সুজা ও সীনীয়র পাস্টার প্যাট্রিক যোসেস।
এরপর উৎসর্গে 'আজ যীশু পুনরুত্থিত হয়েছেন '..এই গানটিতে সকলে গলা মেলান।প্রার্থনা উৎসর্গ করেন রেঃ ফঃ যাজাদ।সমাপন প্রার্থনা করেন পাস্টার সুদীপ বিশ্বাস।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রেভাঃ মার্টিন এ. পাখারে।
অনুষ্ঠান শেষে সকলের জন্য হালকা জল পানের ব্যাবস্থা করা হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।