কলকাতার সাধ্বী মাদার তেরেসার একশো পনেরো তম জন্ম জয়ন্তী উদযাপন
রিপন স্ট্রিট মিশনারিস অব চ্যারিটির মাদার হাউসে কলকাতার সাধ্বী মাদার তেরেসার একশো পনেরো তম জন্ম জয়ন্তী উদযাপিত হল।
আজ ২৬ আগস্ট কলকাতার আর্চবিশপ মাননীয় থমাস ডি'সুজার ৭৫ তম জন্মদিন। তাই কলকাতা মহাধর্মপ্রদেশের কাছে আজকের দিনটির গুরুত্ব অপরিসীম।
পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।মহা খ্রীষ্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ থমাস ডি'সুজা,সদ্য নিযুক্ত কোএডজুটর আর্চবিশপ ইলিয়াস ফ্র্যাঙ্ক, চ্যান্সেলর ফঃ ডমিনিক গোমেস ও একাধিক সহযোগী পুরোহিত।
খ্রীষ্টযাগের শেষে মাদারের সমাধি বেদীতে একে একে প্রদীপ প্রজ্জ্বোলন ও পুষ্পার্ঘ নিবেদন করে মাদারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
মিশনারিজ অফ চ্যারিটির তরফে সি এ কাউন্সিল সি: ক্রিস্টী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও সম্মাননা প্রদর্শন করেন।
অনুষ্ঠানের রেশ ধরে চিরাচরিত ভাবে পার্ক স্ট্রিট আর্চবিশপ হাউসের প্রাঙ্গনে মাদার তেরেসার আবক্ষ মূর্তিতে মাল্যদান ও গান প্রার্থনায় অংশগ্রহণ করেন কলকাতার রোমান ক্যাথলিক আর্চডায়োসিসের পুরোহিত, সিস্টার ও কর্মচারীগণ। মাদারের ও পোপ জন পলের মূর্তিতে মাল্যদান করেন কোএডজুটর আর্চবিশপ ইলিয়াস ফ্র্যাঙ্ক। প্রতিবেদন – চন্দনা রোজারিও।