ব্যান্ডেল ভ্যাসিলিকায় ব্যান্ডেল রাণী মা মারিয়ার মহা পার্বন দিবস অনুষ্ঠিত হল

গত ৪মে ২০২৪,  শনিবার হুগলির ব্যান্ডেলে আওয়ার লেডি অব হ্যাপি ভয়েজ পার্বন দিবস যা ব্যান্ডেল রাণীর মহা পার্বন নামে পরিচিত,সাড়ম্বরে অনুষ্ঠিত হল।

ওই দিন বিকাল ৫টায় শোভাযাত্রা সহ জপমালা প্রার্থনা ও মহা খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বারুইপুর ধর্মপ্রদেশের মাননীয় ধর্মপাল শ্যামল বোস।

উপদেশে তিনি পাঠের রেশ টেনে মা মারিয়ার অলৌকিক কৃপার কথা সুন্দর করে ব্যাখ্যা করেন।

পরের দিন৬ মে,  রবিবার সকাল ৯টায় মহা খ্রীষ্টযাগে ধর্মপল্লীর প্রায় ১৬ জন ছেলে-মেয়ে হস্তার্প ন সংস্কার গ্রহন করেন।পবিত্র সংস্কার প্রদান করেন শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস।

পবিত্র খ্রীষ্ঠযাগ উদযাপন মাননীয় বিশপ শ্যামল বোস, পালপুরোহিত ফঃ জনি নেডুঙ্গাট এস ডিবি ও অন্যান্য সহকারী পুরোহিতগণ।খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন বিশপ বোস।

উপদেশে তিনি ছেলে-মেয়েদের হস্তার্পন সংস্কারের গুরুত্বের কথা সহজ সরল ভাবে বুঝিয়ে দেন।

হস্তার্পন অর্থাৎ বিশপ প্রত্যেকের মাথায় হাত রেখে পবিত্র আত্মার শক্তি কামনা করেন যাতে ওই দিন থেকে পবিত্র আত্মা যেন তাদের চালিকাশক্তি হয়। তারা যেন প্রকৃত খ্রীষ্টবিশ্বাসী হয়ে সাক্ষ দিতে পারে..তার জন্য আহ্বান জানান।

হস্তার্পন শেষে সকলের হাতে সংশাপত্র,মেডেল ও ছবি তুলে দেন।ফটো সেশনে অংশ নেন। এক অম্লান আনন্দের বাতাবরণ তৈরি হয়।

নিকটবর্তী ধর্মপল্লীর উপস্থিত ভক্ত মণ্ডলী ও আগত তীর্থযাত্রীদের উপর বিদায় আশীর্বাদ বর্ষণ করে বিশপ মহোদয় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান। প্রতিবেদন – রমেশ টুডু এবং চন্দনা রোজারিও।

Tags