বিশ্বশান্তির বার্তা দিলেন নতুন পোপ

বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলিকে যুদ্ধ থামিয়ে শান্তির বার্তা দিলেন নতুন পোপ চতুর্দশ লিয়ো। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরে ৮ মে নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। তার পরে এই রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে সমবেত জনতার সামনে প্রথম বার বার্তা দিলেন পোপ।
এ দিন তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা, গাজ়ায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে বন্দি সমস্ত ইজ়রায়েলি বন্দির মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পোপ এ দিন ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষবিরতিকেও সাধুবাদ জানিয়ে বলেন, “বিশ্বজুড়ে যাতে শান্তি নেমে আসে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি।”
শনিবারই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ডের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রসঙ্গ টেনে পোপ চতুর্দশ লিয়ো এ দিন বলেন, “তাদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত।” তিনি ইউক্রেনে ‘প্রকৃত এবং স্থায়ী শান্তি’র আহ্বান জানান। এ ছাড়াও গাজ়ায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং হামাসের হাতে বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন।
পোপ ফ্রান্সিসও বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছিলেন। এ দিন দুপুরে ভ্যাটিকানে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় এসে দাঁড়ান বছর ৬৯-এর নতুন পোপ চতুর্দশ লিয়ো। নতুন পোপের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কোয়ারে তখন ভিড় জমিয়েছেন লক্ষাধিক মানুষ। ফ্রান্সিসের কথা উদ্ধৃত করেই নতুন পোপ বলেন, “আর কোনও যুদ্ধ নয়! আজকের বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের নাটকীয় দৃশ্যপটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে খণ্ড খণ্ড ভাবে অসংখ্য যুদ্ধ হচ্ছে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।