সিসিবিআই আনন্দ ও প্রার্থনার সঙ্গে পোপ লিও চতুর্দশের নির্বাচনের স্বাগত জানায়

পোপ লিও চতুর্দশ

ভারতে ল্যাটিন বিশপদের সম্মেলন সিসিবিআই (CCBI) সাধু পিতরের-এর ২৬৭তম উত্তরসূরি এবং রোমান ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীর সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে পোপ লিও চতুর্দশ নির্বাচিত হওয়ার সংবাদে পরম আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সিসিবিআই-এর সহসভাপতি আর্চবিশপ পিটার মাচাদো, সিসিবিআই-এর বিশপদের পক্ষ থেকে, ঈশ্বরকে এই নতুন মেষপালকের উপহারের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। "বিশ্বাস ও সন্তান সুলভ ভালবাসার সঙ্গে আমরা পোপ লিও চতুর্দশকে স্বাগত জানাই, তাঁর নির্বাচনে আনন্দ প্রকাশ করি এবং তাঁর পন্টিফিকেট ঈশ্বরের প্রভিডেন্সে সমর্পণ করি।"সিসিবিআই কনক্লেভের সময় প্রার্থনাপূর্ণ মনোযোগ ও পবিত্র আত্মার পরিচালনায় ক্যার্ডিনালদের বিচক্ষণতার জন্যও  তিনি ধন্যবাদ জানিয়েছেন।

পোপ লিও চতুর্দশের যাজকীয় অভিজ্ঞতা, বিনয় এবং সুসমাচারের প্রতি তাঁর উৎসর্গীকৃত জীবনকে স্বীকৃতি দিয়ে বিশপরা, 'প্রচার, ন্যায়বিচার, শান্তি এবং দরিদ্র সেবা ও সৃষ্টির যত্নের সম্মিলিত মিশনে' তাঁর সঙ্গে সহভাগিতায় পথ চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সিসিবিআই ভারতে ল্যাটিন চার্চের পক্ষ থেকে পবিত্র পিতাকে নিরবচ্ছিন্ন প্রার্থনা ও সমর্থনের আশ্বাস দিয়েছে, এবং তাঁর পবিত্র মন্ত্রণালয় শুরু হওয়ার প্রাক্কালে ত্রিত্বময় ঈশ্বরের আশীর্বাদ কামনা করেছে। আমরা প্রার্থনা করি, তাঁর পন্টিফিকেট যেন অনুগ্রহ, সাহস ও গভীর ভালবাসায় পরিপূর্ণ হয়।

আমরা ভারতের সকল বিশ্বস্ত ও শুভইচ্ছুক মানুষকে আহ্বান জানাই—পোপ লিও চতুর্দশের জন্য প্রার্থনা করুন, যিনি সার্বজনীন খ্রীষ্টমণ্ডলীকে পরিচালনা করছেন। - ক্যাথলিক কানেক্টে স্টিফেন আলথারা’র প্রতিবেদন থেকে অনুলিখনে চন্দনা রোজারিও।

Tags