সাভার ধরেন্ডা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল যুব উৎসব

সাভার ধরেন্ডা মিশনের তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো ১৪তম যুব উৎসব

গত ২৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত সাভার  ধরেন্ডা  মিশনের তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো ১৪তম যুব উৎসব।

এবারের যুব উৎসবের মূলসুর ছিল, “এসো মিলি প্রাণের উৎসবে  এতে ধর্মপল্লীর প্রায় ২৯০জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। 

যুব উৎসবের শুরুতেই যুবাদের অংশগ্রহণে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর ধরেন্ডা মিশনের পাল-পুরোহিত ফাদার খ্রীস্টফার অমল ডি ক্রুজ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা সংঘের পতাকা উত্তোলন করা হয়। এরপর সংঘের সভাপতি সানি নেলসন কোড়াইয়ার নেতৃত্বে সেক্রেটারি বর্ষন ম্যাথিয়াস গমেজের সঞ্চালনায় অতিথিবৃন্দরা প্রদীপ প্রজ্জ্বলন করেন।

তরুণ সংঘের যুব উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের সুপারভাইজারী কমিটির সদস্য মলয় নাথ, ধরেন্ডা ক্রেডিট এর প্রেসিডেন্ট উজ্জ্বল সিমন রোজারিও, সেক্রেটারি বিকাশ পলিনুস কোড়াইয়া।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার নমিতা এসএমআরএ, জাতীয় যুব কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি ফাদার বিকাশ জেমস রিবেরু সিএসসিসহ সংঘের প্রাক্তন কর্মকর্তাবৃন্দ।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ তাঁর বক্তব্যে বলেন, “ধরেন্ডা মিশন তরুণ সংঘ একটি ঐতিহ্যবাহী সংগঠন। ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক বিভিন্ন জনহিতকর কাজে ধরেন্ডা মিশন তরুণ সংঘ কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, “আজকে সারাদিনব্যাপী এই উৎসব থেকে আনন্দ করার সাথে সাথে শিক্ষণীয় বিষয় গুলো তোমরা ধারণ করবে, যাতে করে তোমাদের আগামী দিনের চলার পথে তোমাদের কাজে লাগে।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন, “এখনই তোমাদের শেখার সময়। এখন ভুল করবে, ঘুরে দাঁড়াবে এবং সেই অভিজ্ঞতা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে।

তিনি আরো বলেন, “আমাদের সময় এত সুযোগ সুবিধা হয়ত ছিল না কিন্তু আমরা একতাবদ্ধ ভাবে কাজ করে গিয়েছি। সেই একতা তোমাদের সামনে নিয়ে যেতে হবে। নিজেদের শিক্ষিত করো, প্রতিষ্ঠিত করো। এই উৎসবে অনেক কিছু শেখার আছে। যা তোমরা উপভোগ করবে এবং ভবিষ্যতে ধারণ করবে।” - ডিসিনিউজ