ফৈলজানা সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লীতে ডিকন লিংকন সামুয়েল কস্তার যাজকীয় অভিষেক লাভ
গত ২৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ফৈলজানা সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লীতে ডিকন লিংকন সামুয়েল কস্তা যাজকপদে অভিষেক লাভ করেন ।
যাজকীয় অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও এবং তাঁর সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৪০ জন ফাদার, ৭ জন ডিকন, ২০ জন সিস্টার ও প্রায় ১০০০ খ্রিস্টভক্ত।
বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও তার উপদেশ বাণীতে বলেন, “ফৈলজানা সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লীতে নব অভিষিক্ত ফাদার লিংকন কস্তাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
বিশপ আরো বলেন, “ভক্তিপূর্ণ হৃদয়ে প্রার্থনা জানাই যেন ঈশ্বর এই নব অভিষিক্ত যাজককে প্রচুররূপে আশির্বাদ করেন এবং বিশ্বস্তভাবে যাজকীয় জীবন-যাপনে ও কর্তব্য পালনে প্রয়োজনীয় কৃপা দান করেন। আমি তাঁর ফলপ্রসূ যাজকীয় জীবন ও দীর্ঘায়ু কামনা করি।”
রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “ধর্মপ্রদেশের বিশপ হিসেবে আমি চাই প্রত্যেকটি পরিবার যেন যিশু-মারিয়া ও যোসেফের ন্যায় পবিত্র ও আদর্শ পরিবার হিসেবে খ্রিস্টবিশ্বাসে জীবন যাপন করে।”
বিশপ বলেন, “ফাদার লিংকনসহ মণ্ডলিতে সেবারত সকল যাজক ও ধর্মব্রতীদের জন্য প্রার্থনা করবেন। ফাদার লিংকন আজ যাজকাভিষেকের লাভের মধ্যদিয়ে স্বয়ং খ্রিস্টের যাজকত্বের অংশী হয়ে উঠেছেন। আশা করি ফাদার লিংকন ঈশ্বরের এই মহা দান সযত্নে রক্ষা ও জীবনের মধ্যদিয়ে যাপন করে যাবে।”
নব অভিষিক্ত ফাদার লিংকন কস্তা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম; আমি তোমাকে জাতি-গণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি (জেরেমিয়া ১:৫ পদ)।”
তিনি বলেন, পবিত্র বাইবেলে প্রবক্তা জেরেমিয়ার আহ্বান থেকে আমি উপলব্দি করতে পারি যে ঈশ্বর তাঁর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্য মানুষকে তার জন্মের আগে থেকেই আহ্বান করে থাকেন।
তাই যাজকীয় জীবনের আহ্বান একটি ঐশ অনুগ্রহের প্রকাশ। আজকে আমি ফাদার লিংকন সামুয়েল কস্তা এখানে দাঁড়িয়ে যখন আমার জীবন নিয়ে ধ্যান করি এবং আমাকে নিয়ে ঈশ্বরের পরিকল্পনা ও ঈশ্বরের দেয়া ঐশ অনুগ্রহের দিকে তাকাই, তখন আমার মনের পর্দায় এককে একে ভেসে উঠে, আমার জন্ম থেকে আজ অবধি ঈশ্বরের সকল দয়া ও করুণা যা বিভিন্ন ব্যক্তিবর্গ ও ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।
সত্যিই ঈশ্বর কতই না মহান, অসীম তার ভালোবাসা যে আমাকে তিনি তার পরিকল্পনায় স্থান দিয়ে আমাকে ধন্য করেছেন।