বাংলাদেশ বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “লাউদাতো সি”সেমিনার

গত ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বাংলাদেশ বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে ঢাকার মণিপুরীপাড়ায় দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ও ফাদার চার্লস জে ইয়াং ফাউণ্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো “লাউদাতো সি” সেমিনার।
এই সেমিনারের মূলভাব ছিলো ‘‘আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’। এতে বিভিন্ন প্রতিষ্ঠান হতে ফাদার, ব্রাদার, সিস্টার, যুবক-যুবতীসহ প্রায় ৫০জন প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রার্থনার মধ্য দিয়ে এই সেমিনারের শুরু করা হয়। অতঃপর কাককো লিঃ প্রধান নির্বাহী কর্মকর্তা ডনিনিক রঞ্জন পিউরীফিকেশনের সঞ্চালনায় ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার লিটন এইচ গমেজ তার শুভেচ্ছা বক্ত্যবের মধ্য দিয়ে উক্ত সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
উক্ত এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। তিনি তার আলোচনায় ‘লাউদাতো সি” বা “প্রভুর প্রশংসা হোক” সম্পর্কে আলোকপাত করেন।
এছাড়াও “ধরিত্রী আমাদের সর্বসাধারণের বসতবাড়ি”পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের এই বাণীর আলোকে তিনি তার বক্তব্য তুলে ধরেন।
তিনি পোপের দায়িত্বভার-বিশ্বজনীন যৌক্তিকতা; আশাময় ধরিত্রী নির্মাণে মানব-পরিবার ও মানব-ভ্রাতৃত্ব সম্পর্কে ধারণা ও প্রেরণা শিক্ষার ভিত্তি খ্রিষ্টবিশ্বাস; অন্তর্ভূক্তিবোধ বা অন্তর্ভূক্তিকরণ: মানুষের মধ্যে আশা সঞ্চার করে; মানব-পরিবার ও ভ্রাতৃত্ব গঠনে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সম্প্রীতি ও মানব-পরিবার ও মানব-ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় শিক্ষা ও গঠন-এ বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

এই সেমিনারে কতিপয় ব্যক্তিগণ তাদের বক্তব্য তুলে ধরেন। তন্মধ্যে সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করে ‘যাজকদের সাথে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এর ভ্রাতৃত্ব সম্পর্ক’ফাদার অজিত কস্তা ওএমআই ‘মানব পাচার ও মানবিক মর্যাদা’ এই বিষয়ের উপর সহভাগিতা করেন অর্পন ও সুপর্ণা।
“পালকীয় সফরের সময় পোপীয় সমবায় সম্পৃক্ততা’ উপর সহভাগিতা করেন পংকজ জি. কস্তা, চেয়ারম্যান-কাককো; ‘প্রকৃতি পরিবেশ ও জীবন সুরক্ষায় ধর্মগুরু পোপ ফ্রান্সিস’ সহভাগিতা করেন ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন-সিইও, কাককো; তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় সকলেই অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষা বিষয়ক পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ‘লাউদাতো সি’ নামক সর্বজনীন পত্রটির ১০ম বার্ষিকী উপলেক্ষে ভাটিকানে সমন্বিত মানব উন্নয়ন নামক মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর ২৪ থেকে ৩১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ ‘লাউদাতো সি সপ্তাহ’ ঘোষণা করা হয়।
উক্ত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, ভাইস-চেয়ারম্যান ডিউক পি. আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান এবং রবার্ট সাইমন গোমেজ অংগ্রহণ করেন ।
“লাউদাতো সি” এর উপর মূল্যবান বক্তব্যের পরে অংশগ্রহণকারীগণ একটি কাগজে ঐ বক্তব্যের উপর ভিত্তি করে নিজস্ব কিছু অনুধ্যান লিখিতাকারে একটি নির্দিষ্ট বক্সে রাখেন এবং সর্বশেষ ঐ অনুধ্যান গুলোর উপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের হাতে রোপনের জন্য ছোট্ট চারা গাছ তুলে দেওয়া হয়।
সেমিনারের শেষ পর্যায়ে ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার লিটন এইচ গমেজ সেমিনারের উপর ভিত্তি করে সবার উদ্দেশ্যে কিছু পরিকল্পনা সহভাগিতা করেন যা এই চলতি বছরেই কার্যকরী হবে বলে তিনি আশাব্যক্ত করা হয়। - আরভিএ সংবাদ