জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষা বিষয়ক পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ‘লাউদাতো সি’ নামক সর্বজনীন পত্রটির ১০ম বার্ষিকী উপলেক্ষে ভাটিকানে সমন্বিত মানব উন্নয়ন নামক মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর ২৪ থেকে ৩১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ ‘লাউদাতো সি সপ্তাহ’ ঘোষণা করা হয়।
ন্যায় ও শান্তিবিষয়ক বিশপীয় কমিশনের একটি গুরুত্বপুন্য পালকীয় কাজ হলো, মণ্ডলীর সবার প্রতি বিশেষভাবে দীনতম ভাইবোনদের প্রতি দয়া, ন্যায্যতা ও শান্তি এবং মানব উন্নয়নের জন্য সেবা প্রদান করা।