রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল মিডিয়া বিষয়ক সেমিনার

খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো মিডিয়া বিষয়ক সেমিনার

গত ১১ থেকে ১২ মে ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো মিডিয়া বিষয়ক সেমিনার।

এই দিবসের মূলসুর ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হৃদয়ের জ্ঞান পরিপূর্ণ মানব যোগাযোগ”। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে  প্রায় ৩৫জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ফাদার সুনীল ডানিয়েল রোজারিও, পরিচালক, অনলাইন রেডিও জ্যোতি, ফাদার নিখিল এ গমেজ, কো-অর্ডিনেটর, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ, ফাদার বাবলু কোড়াইয়া, আহ্বায়ক, ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশন।

ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার বাবলু কোড়াইয়া তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমাদের ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের একটি স্বপ্ন ও উদ্দেশ্য রয়েছে তোমাদের নিয়ে। আমরা চাই, আমাদের সমাজে একজন দক্ষ লেখক তৈরি করতে আর তাই প্রতিবছর রাজশাহী ধর্মপ্রদেশ এ প্রোগ্রামের আয়োজন করে থাকি”।

তিনি আরও বলেন, “আমাদের ধর্মপ্রদেশে বরেন্দ্রদূত নামে একটি অনলাইন ও অফলাইন পত্রিকা রয়েছে যার মাধ্যমে তোমরা তোমাদের ধর্মপল্লীর যে কোন সংবাদ এবং যুগোপযোগী লেখা প্রকাশ করতে পারি। তোমাদের লেখালেখির মাধ্যমে আমাদের ধর্মপ্রদেশের এ পত্রিকা আরো শক্তিশালী হবে বলে আমি মনে করি”।

রেডিও স্ক্রিপ্ট লেখন পদ্ধতি ও কলাকৌশল সম্পর্কে ফাদার দানিয়েল সকলকে সন্মুখ ধারনা প্রদান করেন এবং বলেন, “আমাদের ধর্মপ্রদেশে একটি অনলাইন রেডিও জ্যোতি রয়েছে আর এটা তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে”।

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল এ গমেজসংবাদ ও ফিচার কী, সংবাদ ও ফিচার  লেখার পদ্ধতি ও কলাকৌশল নিয়ে আলোচনা করেন এবং তার নির্ধারিত ক্লাসের উপর সকলকে দলীয় কাজ প্রদান করেন। তিনি সকলকে লেখালেখি করার জন্য উৎসাহিত করেন। তার ক্লাসের মাধ্যমেই অনেকে ফিচার লেখার ধারণা লাভ করেন। 

ফাদার সাগর কোড়াইয়া ‘ব্যক্তিজীবনে নিজের লেখালেখির অভিজ্ঞতা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল-কুফল’ সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, লেখালেখির জন্য জ্ঞানের চেয়ে বেশি প্রয়োজন কল্পনাশক্তি। লিখতে চাইলে পড়তে হবে এবং জানতে হবে।

প্রোগ্রামে অংশগ্রহণকারী একজন যুবক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আগে রিপোর্টিং বিষয়ে তেমন ধারণা ছিল না তবে এ প্রোগ্রামে এসে তা শিখতে পেরেছি।

আরেক জন অংশগ্রহণকারী যুবতী কারোলিনা বলেন, “এ প্রোগ্রামটা খুবই সহায়ক আমাদের জন্য কারণ এই সেমিনারে যোগদান করে লেখক হওয়ার জন্য যে সকল কৌশল ও গুণ থাকা প্রয়োজন তা শিখতে পেরেছি।

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের সেমিনার আমাদের মেধা বিকাশে সহায়তা করবে বলে আমি মনে করি। তাই যারা এ প্রোগ্রাম আয়োজন করেছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই”।

পরিশেষে ফাদার বাবলু কোড়াইয়া সকলকে ধন্যবাদ জানিয়ে এই মিডিয়া বিষয়ক সেমিনারের সমাপ্ত ঘোষনা করেন।-ডানিয়েল লর্ড রোজারিও