কারিতাস রাজশাহী অঞ্চলের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল নেতৃত্ব বিষয়ক কর্মশালা

গত ১২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, কারিতাস রাজশাহী অঞ্চলের শিশু প্রকল্পের শিশু লিডারদের নিয়ে ফাদার এফ চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো নেতৃত্ব গঠন বিষয়ক কর্মশালা।
এই কর্মশালায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। এতে প্রায় ৪২জন শিশু লিডার অংশগ্রহণ করে।
কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিশুদের অধিকার সুরক্ষিত ও উন্নীত করার লক্ষ্যে নেতৃত্ব গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। প্রত্যেক শিশুর মধ্যেই কোন না কোন প্রতিভা রয়েছে। সৃষ্টিকর্তা প্রত্যেকেই একই মেধা দিয়ে সৃষ্টি করেছেন। এই মেধার ব্যবহার যে যত বেশি করবে মানুষ তত বেশি জ্ঞানী হবে বা জ্ঞান অর্জন করতে পারবে।”
তিনি আরো বলেন, “একজন শিশু লিডার হতে হলে অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে, সজাগ থাকতে হবে, স্বপ্ন বা লক্ষ্য থাকতে হবে, অন্য মানুষকে পথ দেখাতে হলে নিজের দৃষ্টিভঙ্গি সচল রাখতে হবে।”
কর্মশালায় শিশু অধিকার বিষয়ে সহভাগিতা করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম।
কারিতাস ও আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম, নেটওয়ার্কিং ও স্থানীয় সম্পদ আহরণ এবং সেফগার্ডিং সম্পর্কে সহভাগিতা করেন আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা ন্যান্সি রুথ হাঁসদা।
এছাড়াও নেতৃত্ব ও নেতৃত্বের গুণাবলি সম্পর্কে আলোচনা করেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে।
অংশগ্রহণকারী শিশু লিডারদের মধ্য থেকে চারজন শিশু অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই কর্মশালার মাধ্যমে আমরা যা শিখেছি তা আমাদের মহল্লায় ও শিশু ক্লাব পরিচালনায় কাজে লাগাবো।” - আশা আগ্নেশ তপ্ন