কমিউনিও ডিরেক্টরস জয়েন্ট রিফ্লেকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল গোয়াতে
বিগত ২০ থেকে ২৪ অক্টোবর, ভারতের পুরনো গোয়ার যোসেফ ভাজ স্পিরিচুয়াল রিনিউয়াল সেন্টারে, চারদিন ব্যাপী প্রথম জাতীয় কমিউনিও ডিরেক্টরস জয়েন্ট রিফ্লেকশন প্রোগ্রাম সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হল।
২১ অক্টোবর ২০২৫,সকালে চ্যাপেলে মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাও। প্রায় ষাট জন পুরোহিত সম্মিলিত ভাবে এই খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। পৌরহিত্য করেন সি সি বি আই প্রেসিডেন্ট কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাও।
খীষ্টযাগ শেষ হতেই ফোটো সেশন ও জলখাবারের আয়োজন করা হয়।
সকাল ৯ টায় প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন শুরু হয়। কমিউনিও ডিরেক্টরদের কাজ কী? এই বিষয়ে বক্তব্য রাখেন কার্ডিনাল ফিলিপ নেরি।
এরপর সেন্ট যোসেফ ভাজ স্পিরিচুয়াল রিনিউয়াল সেন্টারের পরিচালক ফ: হেনরি স্পিরিচুয়াল সেন্টার সম্পর্কে বার্তা দেন।
দ্বিতীয় অধিবেশনে ফ: স্টিফেন আলাথারা এবং ফ: ভিগনান দাসসিসি বি আই, পাস্টরাল পরিকল্পনা, কমিউনিও রবিবার ও প্রজেক্ট সম্পর্কে ধারণা দেন।
গোয়া ও দমনের অক্সিলারি বিশপ, মোস্ট রেভারেন্ড সিমিয়াও পিউরিফাকাও ফার্নান্দেস, প্রাক্তন কমিউনিও ডিরেক্টর হিসেবে তাঁর কার্যকালের মূল্যবান অভিজ্ঞতা এবং সেরা অনুশীলনগুলি সহভাগিতা করেন। বিশপ সিমিয়াও ভারত জুড়ে বিভিন্ন স্থানের কমিউনিও ডিরেক্টরদের সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিয়নকে শক্তিশালী করার, সাধারণ মিশনারিদের অংশগ্রহণকে উৎসাহিত করার এবং ডায়োসেসান মিশন উদ্যোগগুলিকে সমর্থন করার ব্যবহারিক উপায়গুলি নিয়ে প্রতিফলন করেন। তিনি মিশনের জন্য প্রার্থনা প্রচার, বিশ্বস্তদের মধ্যে উদারতা অনুপ্রাণিত করা এবং তরুণ মিশনারিদের সমর্থন করার জন্য নেটওয়ার্ক তৈরির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন।
অংশগ্রহণকারী ফ: জো জেভিয়ার এস জে পরস্পর অভিজ্ঞতা সহভাগিতার উপর বক্তব্য রাখেন।
সি: মার্গারিটা ও তার টিম কমিউনিও প্রশিক্ষণ বিষয়ের উপর কথা বলেন ও অ্যাকশন সংযোগে দলকে সঞ্জীবিত করেন।
সমাবেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল গ্রুপ ডিস্কাশন, আধ্যাত্মিক বার্তার সহভাগিতা, ক্যাথিড্রাল ও বোম জীসাস ব্যাসিলিকা দর্শন ও খ্রীষ্টযাগে যোগদান। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন সি সি বি আই এর ভাইস প্রেসিডেন্ট আর্চবিশপ পিটার মাচাদো।
২৩ অক্টোবর, সকালে পবিত্র খ্রীষ্টযাগ উদযাপন করেন গোয়ার অক্সিলিয়ারি বিশপ সিমিয়াও।
ঐদিন বিশেষ আকর্ষণ ছিল আধ্যাত্মিক বার্তার প্রতিফলন, পঞ্জিম, আর্চবিশপ হাউস দর্শন, পিলার সেন্ট যোসেফ ভাজ সানচুয়রি ও শান্তি সদন ভ্রমন ও জলযোগ মনে রাখার মত।
কমিউনিও ডিরেক্টরস জয়েন্ট রিফ্লেকশন প্রোগ্রাম থেকে সরাসরি প্রতিবেদন – চন্দনা রোজারিও।