পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের ৯ম আঞ্চলিক যুব সম্মেলন ২০২৫

বিগত  ২০ থেকে ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ কৃষ্ণনগরে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের ৯ম আঞ্চলিক যুব সম্মেলন (9th Regional Youth Convention) এই চার দিনের মহোৎসব অনুষ্ঠিত হয় ডন বস্কো স্কুল, কৃষ্ণনগরে, যা সেজে উঠেছিল ফুল, পতাকা ও আলোকসজ্জায় অপরূপ সাজে।

২০ অক্টোবর বিকেলবেলা আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই সম্মেলনের। যেখানে পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আটটি ধর্ম প্রদেশের যুবক-যুবতীরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও উচ্ছ্বাস নিয়ে উপস্থিত হয়েছিলেন।

সম্মেলনের শুরু হয় পতাকা উত্তোলন অনুষ্ঠান ও আঞ্চলিক যুব সম্মেলনের ক্রশ বহন করার মধ্য দিয়ে। প্রত্যেক প্রদেশের যুবরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে রঙিন পরিবেশ তৈরি করে। পতাকা উত্তোলনের দায়িত্ব পালন করেন কৃষ্ণনগর প্রদেশের বিশপ আর.টি. রেভ. নির্মল ভিনসেন্ট গোমেস, রায়গঞ্জের বিশপ আর.টি. রেভ. ফুলজেন্স অ্যালোয়সিয়াস টিগ্গা, আঞ্চলিক যুব পরিচালক ফা দার নিলু মুর্মু এবং অন্যান্য রেক্সকো সদস্যবৃন্দ।

এরপর অনুষ্ঠিত হয় পবিত্র খ্রীষ্টযাগ (Holy Eucharist) যা পরিচালনা করেন কৃষ্ণনগর প্রদেশের বিশপ। দিনের সমাপ্তি হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে সব প্রদেশের তরুণ-তরুণীরা গান, নাচ ও আনন্দে মেতে ওঠেন।

দ্বিতীয় দিনটি শুরু হয় খ্রীষ্টযাগ ও প্রার্থনার মাধ্যমে, যা উপস্থিত সকল তরুণের আত্মাকে নবজীবন দান করে। সারাদিন ধরে চলে অ্যানিমেশন, বিভিন্ন বিষয়ের ওপর সেশন, বাইবেল কুইজ, ফুড ফেস্টিভ্যাল, গ্রুপ ওয়ার্কশপ, তেজে প্রার্থনা (Taizé Prayer) ও মাইম প্রতিযোগিতা। প্রত্যেকেই নিজের প্রতিভা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে খ্রীষ্টের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে।

তৃতীয় দিনের সূচনা হয় রোজারি প্রার্থনার শোভাযাত্রার মাধ্যমে, যা সকলের মধ্যে গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। এরপর দিনভর চলতে থাকে বিভিন্ন পুরোহিতদের দ্বারা পরিচালিত সেশন, অ্যানিমেশন, ফ্যাশন শো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সমাপনী পবিত্র মিসা।

শেষ দিন অর্থাৎ ২৩ অক্টোবর, শুরু হয় প্রভাত প্রার্থনা ও স্মৃতিচারণমূলক ফটো সেশনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় এক শান্তি মিছিল (Peace Rally), যা কৃষ্ণনগর ক্যাথেড্রাল পর্যন্ত সমাপ্ত হয় সেখানে অনুষ্ঠিত হয় ধন্যবাদ জ্ঞাপন মিসা (Thanksgiving Mass), যার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই চার দিনের আধ্যাত্মিক উৎসবের।

প্রতিবেদন- শুভম মিত্র