রাজশাহী হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজে অনুষ্ঠিত হলো ধর্মশিক্ষাবিষয়ক ক্লাস

রাজশাহীতে অবস্থিত হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজে অনুষ্ঠিত হলো ধর্মশিক্ষাবিষয়ক ক্লাস

গত ২৪ থেকে ২৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহীতে অবস্থিত হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজে অধ্যয়নরত খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো ধর্মশিক্ষাবিষয়ক ক্লাস।

নির্জন ধ্যান ও ধর্মক্লাসের মূলভাব ছিল “যিশুর সাথে অন্তরঙ্গতা”। এতে প্রায় ৭০জন অধ্যয়নরত খ্রিস্টান ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

ফাদার সাগর কোড়াইয়া মূলভাবের ওপর প্রথমদিন জুনিয়রেটদের সাথে সহভাগিতা করেন। দ্বিতীয় দিন সকালে খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একই মূলভাবের ওপরও কথা বলেন।

ফাদার কোড়াইয়া বলেন, “আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে নানাবিধ শিক্ষাগ্রহণ করে থাকি। এর পাশাপাশি আমাদের নিজ নিজ ধর্মের বিষয়ে জ্ঞান থাকাটা অতীব জরুরী। আর যদি নিজের ধর্ম বিষয়ে অজ্ঞ থাকি তাহলে আমরা যিশুর সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারবো না।”

খ্রিস্টধর্ম শিক্ষা মানুষকে ভালবাসা, সহমর্মিতা, ক্ষমা ও সেবার কথা বলে। আর যিশু ঠিক এই কাজগুলোই নিজের জীবন দিয়ে করে গিয়েছেন,” বলেন ফাদার।

ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নানাবিধ খেলাধুলারও আয়োজন করা হয়। এরপর পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে ধর্মশিক্ষাবিষয়ক ক্লাস ও অন্যান্য কার্যক্রম সমাপ্ত হয়।

ধর্মশিক্ষাক্লাসে অংশগ্রহণকারী অন্বেষা চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমরা সারা সপ্তাহ পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি। এছাড়া অনেকেই আছি যারা ধর্মের নিগুঢ়তত্ত্ব ও শিক্ষা সমন্ধে জানি না। তবে এই ধরণের ক্লাসের ব্যবস্থা আমাদের জানতে এবং খ্রিস্টবিশ্বাসে দৃঢ় হতে সাহায্য করবে”। - ব্রাদার পার্থ পালমা, সিএসসি (বরেন্দ্রদূত)