পশ্চিমবঙ্গের রাঘবপুর ধর্মপল্লীতে উদযাপিত হল যীশু সঙ্ঘের প্রতিষ্ঠাতা সাধু ইগ্নাস লয়লা পর্ব দিবস

বারুইপুর ধর্মপল্লীর রাঘবপুর সেন্ট যোসেফ্স ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে যীশু সঙ্ঘের প্রতিষ্ঠাতা সাধু ইগ্নাসিয়াস লয়লার পর্ব দিবস পালন করা হল। প্রতি বছরের ন্যায় এই বছরও ৩১ শে জুলাই ২০২৫ বৃহস্পতিবার পর্ব পালন করা হলো সকাল ৬.৩০ মিনিটে পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে।
পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাঘবপুর প্যারিসের মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা এস.জে, রাঘবপুর প্যারিসের পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে., কলাহৃদয়ের পরিচালক ফাদার সাজু জর্জ এস.জে, ফাদার ই.এস.যোসেফ এস.জে., ফাদার কে. তোট্টাম এস.জে., ফাদার আরুল যোসেফ এস.জে, ফাদার যোসেফ পুলিকান এস.জে।
এছাড়া উপস্থিত ছিলেন ডিকান অভিষিক্ত ব্রাদার স্টিফেন কিসকু, ব্রাদার মাইকেল এস. জে., ব্রাদার অলোক এস.জে., ব্রাদার কুরিয়াকস এস.জে মহাশয় এবং ধর্মপল্লীর অগণিত সাধারণ খ্রীস্ট ভক্তরা।
খ্রীস্টযাগ আরম্ভের পূর্বে প্যারিসের শিশুদের দ্বারা পরিবেশন করা হয়, মুক্তি আমার ইচ্ছা আমার গানে প্রবেশিকা নৃত্য, বরণ, আরতি ও চন্দনের টিকা দিয়ে পুরোহিত বর্গকে স্বাগত জানানো হয়।
ডিকান অভিষিক্ত ব্রাদার স্টিফেন কিসকু উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন আজ এই সুন্দর মুহুর্তে সকল খ্রীস্টভক্ত আমাদের সাথে যোগ দিয়েছেন খুবই আনন্দিত ও আপ্লুত। ইগ্নাস লয়োলা আমাদের পুরোহিতদের মধ্যে যে আগুন প্রজ্জ্বলিত করেছে তা যেন আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি।
খ্রীস্টযাগ শেষে সকল ফাদার ও ব্রাদার গণ কে সম্বর্ধনা জানানো হয়। প্যারিস কাউন্সিল ও প্যারিসের সকল সংগঠনের পক্ষ থেকে। এই অনুষ্ঠান পরিচালনা ও আয়োজন করেন পালকিয় পরিষদের সদস্যরা। অনুষ্ঠান শেষে সবার জন্য মিষ্টি মুখের আয়োজন করা হয়।
খ্রীষ্টযাগের শেষে কেক কেটে, গান গেয়ে উৎসবের মেজাজে সকলে মেতে ওঠে। প্রতিবেদন- তন্ময় মন্ড