নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল আইন, জমিজমা জটিলতা ও নেতৃত্ব বিষয়ক সেমিনার

গত ২৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অর্ন্তগত নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল আইন, জমিজমা জটিলতা ও নেতৃত্ব বিষয়ক সেমিনার।
রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আয়োজনে ধর্মপল্লীর খ্রিস্টভক্তের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিনব্যাপী নেতৃত্ব, জমিজমা ও আইনি জটিলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে নবাই বটতলা ধর্মপল্লীর অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রাম থেকে গ্রাম প্রধান, গির্জা মাষ্টার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রার্থনা, বাইবেল পাঠ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম আরম্ভ হয়।
রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও মাণ্ডলিক আইন অনুসারে পালকীয় পরিষদ গঠনতন্ত্র, সদস্যদের দায়িত্ব, কর্তব্য, সদস্য নির্বাচন, সদস্য পদ বাতিল পদ্ধতি ও সার্বিক দিক নিয়ে অলোচনা করেন।
অন্যদিকে জমিজমা ও আইনি জটিলতার ওপর তথ্য, উপাত্ত, আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন এ্যাডভোকেট জের্ভাস নরেন্দ্রনাথ টুডু।
তিনি জমির রেকর্ড বিষয়ে ও রেকর্ড সংশোধন কিভাবে করতে হবে, জমি খারিজ ও খারিজ সংশোধন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন।
উপস্থিত অংশগ্রহণকারীদের অংশগ্রহণে মুক্তালোচনা ও প্রশ্ন উত্তরপর্ব অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট টুডু, তাদের সমস্যার আলোকে উত্তর দিয়ে সমাধান করেন।
সেমিনারে অংশগ্রহণকারী কার্লোস হেম্ব্রম বলেন, “এই ধরনের বাস্তবধর্মী সেমিনারের আলোচনা আমাদের নিত্যদিনের বিষয়। তাই আজকের এই সেমিনারের শিক্ষা আমাদের খুবই কাজে লাগবে। এমন ধরনের আরো সেমিনার প্রত্যাশা করি”। - সুশীল বার্ণাবাস টুডু