চির নিদ্রায় বাংলাদেশের প্রথম বাঙালি অবলেট ফাদার মনোহর কোড়াইয়া

বাংলাদেশের প্রথম বাঙালি অবলেট ফাদার মনোহর কোড়াইয়া

গত সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের প্রথম বাঙালি অবলেট ফাদার মনোহর কোড়াইয়া। শারীরিক ভাবে অনেক বছর অসুস্থ থাকার পর গতকাল তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। ফাদার মনোহর কোড়াইয়া, ওএমআই ছিলেন একজন নম্র, বিনয়ী এবং প্রার্থনাশীল যাজক। তিনি সবসময় হাসিমুখে  নীরবে তাঁর পালকীয় সেবাকাজ করে গেছেন।

ফাদার মনোহর কোড়াইয়া জন্ম ফেব্রুয়ারি ১৯৪০ সালে। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন আধ্যাত্মিক সেবায়, মেরি ইম্যাকুলেটের মিশনারি অবলেটস (OMI) এর একজন সদস্য হিসেবে।

তিনি ছিলেন মন্ডলীর প্রিয় মুখঅটল বিশ্বাস, সহানুভূতিশীল হৃদয়, অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের জন্য সুপরিচিত, বিশেষ করে সিলেট, ঢাকা অন্যান্য অঞ্চলে তিনি তাঁর পালকীয় সেবা দায়িত্ব পালন করেছেন।

ফাদার কোড়াইয়া পালকীয় সেবামূলক কাজ অসংখ্য মানুষের জীবনকে ছুঁয়ে গেছে। তিনি অনেকের জন্য ছিলেন সান্ত্বনা, দিকনির্দেশনা প্রেরণার উৎস।

ফাদার আন্তনী মনোহর কোড়াইয়া বাল্যকালের বন্ধু সুনীল পেরেরা গভীর শোক প্রকাশ করে বলেন, “ফাদার ছিলেন একজন জীবন সংগ্রামী ব্যক্তি এবং একজন নিবেদিতপ্রাণ যাজক।

ফাদার মানুষকে সব সময় শ্রদ্ধার দৃষ্টিতে দেখেছেন। অতি সাধারণ জীবনে তিনি ছিলেন অভ্যস্থ। তিনি ছিলেন বিনয়ী, স্বল্পভাষী, নিরহংকার এবং ভালবাসার একজন যাজক। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল যীশুর সেবা মানুষের কল্যাণে নিবেদিত,” বলেন পেরেরা।

তাঁর এই মহাপ্রয়াণে বাংলাদেশ মন্ডলীর সকল বিশপ, ফাদার-ব্রাদার, সিস্টার খ্রিস্টভক্তদের পক্ষ থেকে পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

আমরা ফাদারের আত্মার চিরশান্তি কামনা করি। ঈশ্বর তাঁর এই ভক্ত সেবককে চিরশান্তি দান করুন। - আরভিএ সংবাদ