বারুইপুর ধর্মপ্রদেশে জুবিলি বর্ষ ও সিনোডাল সিন্থেসিস রিপোর্ট সেমিনার

বারুইপুর ধর্মপ্রদেশে জুবিলি বর্ষ ও সিনোডাল সিন্থেসিস রিপোর্ট সেমিনার

গত ২৫ জুলাই২০২৪, বারুইপুর  ধর্মপ্রদেশের দীশারিতে আসন্ন জুবিলি বছর ও সিনোডাল সিন্থেসিস রিপোর্টের উপর একটি সেমিনারের আয়োজন করা হয়।

সকাল ৯ টায় এক সাথে যদি থাকা যায় ভাই... এই গানের সুরে সকলে কণ্ঠ মিলিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও ব্যাখ্যা করেন শ্রী জোয়াকিম অসীম ক্যাম্পো।

উদ্বোধনী প্রার্থনা করেন মাননীয় ধর্মপাল শ্যামল বোস। এরপর উপস্থিত সকলকে অভ্যর্থনা জানিয়ে দিনের তাৎপর্য পাঠ করেন।

উদ্বোধনী ভাষণে তিনি সিনোডাল সিন্থেসিস রিপোর্ট ও  জুবিলি বছর উপর বক্তব্য রাখেন। বিশেষভাবে সিনোড সিন্থেসিস  নথিটি বাংলায় অনুবাদ করার জন্য ফঃ প্রদীপ সহ যে সকল ব্যক্তিগণ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রশংসা করেন। যদিও এটা খুব একটা বড় নথি নয় তবুও ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করতে যথেষ্ট  বেগ পেতে হয়েছে। উপযুক্ত শব্দ খুঁজে প্রয়োগ করা যাতে নথির অর্থ বজায় থাকে, সেই বিষয়টি খেয়াল রাখতে যথেষ্ট শ্রম ও সময় দিতে হয়েছে।

ফঃ উজ্জ্বল মণ্ডলের টীম ওয়ার্ক খুবই সহায়তা করেছে। নথির কুড়িটি অধ্যায় চারটি যোনে ভাগ করে দেওয়া হয়।প্রতিটি যোনের সমন্বয়কারী আধিকারিক কিছু সংখ্যক সদস্যকে এই কাজে নিযুক্ত করে।

যাদের নিরলস প্রচেষ্টায় কাজটি সম্পন্ন হয়েছে তারা হলেন ফঃ প্রলয় বৈদ্য, জোয়াকিম অসীম, রূপচাঁদ বৈদ্য, ফঃ দুর্লভ বর, ফঃ কনৌজ রয়, অরিত্র সেন, সৌমদীপ লোবো, ফঃ উজ্জ্বল মণ্ডল ও হিমাংসু পতি।

এরপর দ্বিতীয় অধিবেশনে আসন্ন জুবিলি বর্ষ উদযাপনের বিষয়ে পরিকল্পনা ও আলোচনা পর্ব চলে যেখানে প্রতিটি সদস্যকে মুখ খুলতে হয় যা সিনোডাল খ্রীষ্টমণ্ডলীর চিত্র বলা যায়।

সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ফঃ হিমাংসু পতি।-চন্দনা রোজারিও