বারুইপুর ধর্মপ্রদেশের রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় শোভাযাত্রার মাধ্যমে তালপত্র রবিবার পালন

গত ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বারুইপুর ধর্মপ্রদেশের অন্তর্গত রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় শোভাযাত্রার মাধ্যমে তালপত্র রবিবার পালন করা হয়।
সকাল ৬:৩০ মিনিটে ঝাঁঝরা হাই স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে সেন্ট পল’স হাই স্কুলে পৌঁছন হয়। পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টপ্পো এসজে। এরপর খেজুর পাতা পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে আশীর্বাদ করা হয়।
সমগ্র শোভাযাত্রা পরিচালনা করেন পাল পুরোহিত ফাদার যোসেফ টপ্প এস.জে মহাশয় এবং ফাদার সাজু নরেন্দ্র এস.জে। এছাড়াও সহযোগিতায় ছিলেন সিস্টার অর্পিতা ডিএসএ, সিস্টার বিনীতা ডিএসএ এবং অন্যান্য সিস্টারগণ।
রাঘবপুর ধর্মপল্লীর অগণিত খ্রীষ্টভক্তগণ শোভাযাত্রা কীর্তন সহযোগে শোভাযাত্রা করে গির্জার দিকে এগিয়ে চলেন।
গির্জা প্রাঙ্গনে পবিত্র উপাসনা আরম্ভ হয়। প্রথমেই ধর্মপত্র পাঠ করা হয় তারপর মঙ্গল সমাচার পাঠ। প্রভু যীশুর যন্ত্রণাভোগ কাহিনী পালপুরোহিত ও যুবদলের পরিচালনায় উপস্থাপিত করা হয় এবং উপদেশ সহভাগীতা করেন ফাদার নরেন্দ্র এস.জে।
ফাদার নরেন তাঁর উপদেশে বলেন তালপত্র রবিবারের ।মধ্যে দিয়েই আমরা পুণ্য সপ্তাহে প্রবেশ করলাম তাই, আমাদের এই সপ্তাহে স্বার্থ ত্যাগ ও প্রায়শ্চিত্ত করতে হবে।
এই দিন গির্জা প্রাঙ্গনে অগণিত খ্রীষ্টভক্ত অনুতাপ, প্রায়শ্চিত্ত ও প্রার্থনার মধ্যে দিয়ে যীশুর যন্ত্রনা ভোগ স্মরণ করেন এবং পুনরুদ্ধ পুনরুত্থিত যীশুকে গ্রহণ করার জন্য নিজের প্রস্তুত করেন।
প্রতিবেদন - তন্ময় মন্ডল