রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় খ্রীষ্ট রাজার পর্ব পালন
বিগত ২৪ শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩০ মিনিটে ঝাঁঝরা গয়লাডাঙ্গা মোড় থেকে শোভাযাত্রা সহযোগে খ্রীষ্ট রাজার পর্ব পালন করা হলো।
শুভযাত্রার শুরুতে রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জার সকল খ্রীষ্ট ভক্ত গণ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এবং ভক্তি নিবেদনের মধ্যে দিয়ে পবিত্র সাক্রামেন্টের আরাধনা স্তুতি করা হয়। এরপর মালা প্রার্থনা এবং গানের মধ্যে দিয়ে খ্রীষ্ট ভক্তগণ এগিয়ে যান গির্জা প্রাঙ্গণের দিকে।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে মহাশয়, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে আগত ফাদার প্রবাল গোমস এস.জে মহাশয় এবং বর্ষিয়ান ফাদার কে. থোট্টাম এস.জে মহাশয়।
রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল প্রাঙ্গণে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে রাঘবপুর প্যারিসের অগণিত খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন। উপাসনা বেদীর সামনে পৌঁছে পবিত্র সাক্রামেন্টের আরাধনা করা হয়। এরপর আগত সকল খ্রীষ্টভক্তদের উদ্দেশ্যে পুরোহিতগণ সাক্রামেন্টের বিশেষ আশীর্বাদ প্রদান করেন।
উল্লেখ্য খ্রীষ্টরাজার এই পর্বের মধ্যে দিয়েই আগমন কালে শুরু হয়। তাই প্রত্যেকটি খ্রীষ্টভক্তের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। প্রতিবেদন- তন্ময় মন্ডল