পোপ ফ্রান্সিস আরো একজন নব নিযুক্ত কার্ডিনালের নাম ঘোষনা করেন

নেপলসের ৬১ বছর বয়সী আর্চবিশপ ব্যাটাগ্লিয়ারের নাম নব নিযুক্ত কার্ডিনাল হিসেবে ঘোষণা

গত ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ,  সেন্ট পিটার্স স্কোয়ারে রবিবাসরীয় ভাষণদান কালে পুন্যপিতা পোপ ফ্রান্সিস নেপলসের ৬১ বছর বয়সী আর্চবিশপ ব্যাটাগ্লিয়ারের নাম কার্ডিনাল হিসেবে ঘোষনা করেন।

যিনি ২০২০ খ্রিষ্টাব্দ থেকে নেপলসের আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন। কার্ডিনালের দায়িত্ব পালন কালে তিনি ইতালির তৃতীয় বৃহত্তম শহরে পোপের প্রতিনিধ হয়ে কাজ করবেন।

উল্লেখ্য পুন্য পিতা পোপ ফ্রান্সিস  চলতি বছরে নতুন ২১জন কার্ডিনালের নাম ঘোষনা প্রদানের কালে ইন্দোনেশিয়ার আর্চবিশপ পাস্কালিস ব্রুনো তার যাজকীয় জীবনকে আরো দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার সম্মতিকে সন্মান জানিয়ে পুন্যপিতা নব নিযুক্ত ব্যাটাগ্লিয়ারের নাম  কার্ডিনাল পদের ঘোষনা করেন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেমন, আর্জেনটিনা, ইন্দোনেশিয়া, চিলি, পেরু, ব্রিটেন, সাবির্য়া, জাপান, কানাডা, আইভরি কোষ্ট এবং আলজেরিয়া সহ বিভিন্ন দেশের ভবিষ্যত কার্ডিনালদের সাথে আর্চবিশপ ব্যাটাগ্লিয়াকে কার্ডিনাল হিসেবে নিয়োগ প্রদান করেছেন পুন্য পিতা পোপ ফ্রান্সিস।

আরো উল্লেখ্যযোগ্য যে, ইতালিতে সাতচল্লিশ জন কার্ডিনাল এক দশমিক চার বিলিয়ন খ্রিষ্টভক্তদের মধ্যে পালকীয় সেবা কাজ করে যাচ্ছেন।

২০১৩ খ্রিষ্টাব্দে প্রথম লাতিন আমেরিকার প্রথম পোপ নিবার্চিত হওয়ার পরে  আগামী ৭ ডিসেম্বর, এটি হবে তার দশতম কার্ডিনাল মনোনয়ন অনুষ্ঠান।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাটিকান  শহরে নব নিযুক্ত কার্ডিনালদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হবে। বিশ্বব্যাপী খ্রিষ্ট বিশ্বাসীদের ভবিষ্যত দিকনির্দেশনা দান ও গঠনদানে কার্ডিনালদের জোরালো ভূমিকা  রয়েছে বলেন পুন্য পিতা পোপ ফ্রান্সিস। - সিস্টার লাইলী রোজারিও, আরএনডিএম