বাইবেলের বাণীর মাহাত্ম্য ও ঈশ্বরের প্রেম বিষয়ক প্রশিক্ষণ শিবির

গত ২৪ মে ২০২৫, টালিগঞ্জ কুইন অব পিস চার্চে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য এক দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রায় ষাট জন ছাত্র-ছাত্রী এই সেমিনারে যোগ দিয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে বাইবেলের বাণীর মাহাত্ম্য ও ঈশ্বরের প্রেম যাতে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে নিয়েই এই শিবিরের আয়োজন।
বিশেষ ভাবে যে সমস্ত ছেলে-মেয়েরা প্রথম খ্রীষ্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ,তাদের মধ্যে সংস্কারের আসল রহস্য জানা ও আধ্যাত্মিক ভাবে নিজেদের প্রস্তুত করতে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই সেমিনার।

জে টি এম - এর সদস্য বৃন্দ আধুনিক প্রযুক্তির মাধ্যমে অধিবেশন পরিচালনা করেন। অঙ্কন,গান, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রতিটি অধিবেশন আকর্ষণীয় হয়ে ওঠে।ছাত্র-ছাত্রীদের মধ্যেও বিপুল উৎসাহ দেখা যায়।
বাংলা, হিন্দি ও ইংরাজি সব ভাষার ছেলেমেয়েরা এতে যোগ দেয়।সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সব শেষে মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জোসেফ নায়েক । প্রতিবেদন – চন্দনা রোজারিও।