কলকাতার হেরিটেজে শিশুদিবস উপলক্ষে অনুষ্ঠিত রাউন্ড টেবিল ইন্ডিয়ার অনুষ্ঠান।

গত ১৫ নভেম্বর ২০২৫, শনিবার হেরিটেজ অ্যাকাডেমির ক্যাম্পাসে  দুঃস্থ  অনগ্রসর  ছেলেমেয়েদের  নিয়ে রাউন্ড টেবিল ইন্ডিয়ার    'তারে জামিন পার 'অনুষ্ঠানটি প্রবল আনন্দ  উল্লাসের  মধ্যে অনুষ্ঠিত হল।

বিভিন্ন  স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায়  সাড়ে তিন হাজার ছাত্র  ছাত্রী এই  অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিল।

বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে আর্থিক  অনুদান ও ফুডস্টল দিয়ে সাহায্য করেছিল। তাদের  মধ্যে উল্লেখযোগ্য হল  ওয়াই মোমো, ইডলি,পপকর্ণ,ক্যাণ্ডি,মিষ্টি দই  ইত্যাদি হরেক রকমের  খাবার সামগ্রী।শিশুরা কুপন দিয়ে খাবার  সংগ্রহ  করছিল।

একবেলার এই  হট্ট মেলায়  শিশুদের নাম নথিভুক্ত করার পর প্রত্যেকের  হাতে একটা করে উপহার  কিট তুলে দেওয়া  হয়েছিল যার মধ্যে টুপি ,জল,নানান  ধরনের   শুকনো খাবার ছিল।

এরপর সকলের জন্য  বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের হাতে পুরস্কার  তুলে দেওয়া হয়। মাঠের  অপর প্রান্তে মঞ্চে চলতে থাকে কবিতা,নাচ গানের  মহরত।ও  প্রতিভাবান  কুশলীদের পুরস্কার  দিয়ে উৎসাহিত করার  চেষ্টা চলছিল  পাশাপাশি।

সবশেষে প্রত্যেকের  হাতে ফুড প্যাকেট ও ফল তুলে দিচ্ছিল  রাউন্ড টেবিলের  স্বেচ্ছাসেবী দল।  তার পর নির্ধারিত  বাসে চেপে মহা আনন্দে শিশুর দল নিজের নিজের  বাড়ির  পথে ফিরে গেল। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags