কলকাতার সাধ্বী তেরেসা গির্জায় আয়োজন করা হল তিন দিনের নির্জন ধ্যান প্রার্থনা

গত ৫ থেকে ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, কলকাতার মৌলালিতে অবস্থিত সাধ্বী  তেরেসা গির্জায় তিন দিনের নির্জন ধ্যান প্রার্থনার আয়োজন করা হয় 

সমগ্র এই নির্জন ধ্যান প্রার্থনা পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতের উত্তরাখণ্ড থেকে আগত ফাদার অশোক আলেকজান্ডার এবং তাঁর দলের সদস্যরা এই নির্জন ধ্যান প্রার্থনা ধর্মপল্লী বাসীদের আত্ম-নবীকরণ এবং বিশ্বাস পুনরুজ্জীবিত করার এক প্রয়াস ছিল।

তিন দিনের এই নির্জন ধ্যান প্রার্থনায় বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ধর্মপল্লীবাসীদের উদ্দেশ্যে প্রার্থনা, উপদেশ, সাক্ষ্যদান, অসুস্থ ব্যক্তিদের আশীর্বাদ প্রদান এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক মিলবন্ধনে জন্য সমবেতভাবে প্রার্থনা করা হয়

ফাদার অশোক আলেকজান্ডার অতি যত্ন সহকারে তাঁর অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা এবং সহানুভূতিশীল আচরণের মাধ্যমে তাদের আধ্যাত্মিক মনসংযোগ এবং পারস্পারিক বোঝাপড়াকে আরও গভীর করার লক্ষ্যে বেশ কয়েকটি বিষয়ের ওপর আলোকপাত করেন

এপ্রিল, নির্জন ধ্যান প্রার্থনার শেষ দিনে মিশা উৎসর্গ করেন কলকাতা মহাধর্মপ্রদেশের মহাধর্মপাল থমাস ডি'সুজা তাঁর সাথে সহভাগীতা করেন ফাদার অশোক আলেকজান্ডার, ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার জর্জ অ্যান্টনি, ফাদার সুব্রত বৈদ্য, ফাদার অরুণ লুকাস, এবং ফাদার পেপিন প্রমুখ

মিশা শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদার সুব্রত বৈদ্য মহাধর্মপাল থমাস ডিসুজার হাতে পুষ্প স্তবক তুলে দেন এরপর ফাদার পেপিন ধর্মপল্লীর পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ ফাদার আলেকজান্ডারের হাতে পুষ্প স্তবক প্রদান করেন

সবশেষে ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার জর্জ অ্যান্থনি আগত সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশেষ করে বেদী সেবক, যুবদল, মহিলা সমিতি এবং অন্যান্য সকল স্বেচ্ছাসেবক সেবিকাদের তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন-ডমিনিক পাঁজা

Comments

Lorato Costa (not verified), Apr 11 2024 - 11:06pm
Very nice program such programs should be organized from time to time by participating in such programs I hope many people will progress in spiritual life God knows best. Many thanks to Fathers.
Francis Gomes. (not verified), Apr 12 2024 - 7:00am
Praise the Lord, we want again, in next year. Amen🙏🙏❤❤