বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী কর্তৃক প্রধান উপদেষ্টার নিকট ইস্টার সানডে উপলক্ষে সরকারী ছুটি ঘোষণার আহ্বান

বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী

গত ১৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর পক্ষ থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান মহাপর্ব উপলক্ষে ছুটির জন্য অন্তর্বর্ন্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এর নিকট আবেদন করেন সিবিসিবি এর সহ-সভাপতি বিশপ জের্ভাস রোজারিও।

আবেদনে বিশপ রোজারিও উল্লেখ করেন, আগামী বছরের ইদুল আজহা ও ইদুল ফিতর উপলক্ষে সরকারী ছুটি পাঁচদিন ও দুর্গা পূজার ছুটি তিনদিন করার প্রস্তাব থাকলেও খ্রিস্টধর্মাবলম্বীদের ইস্টার সানডের ছুটির কোনো উল্লেখ নেই।

বিশপ জের্ভাস তার আবেদনে উল্লেখ করে বলেন, “পূর্ববর্তী সরকারগুলির কাছে অনেকবার আবেদন করেও এই বিষয়ে আমরা খ্রিস্টধর্মাবলম্বীরা বঞ্চিত হয়েছি। আপনার নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা স্বাভাবিকভাবেই আশা করব যে খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধানতম এই ধর্মীয় উৎসবটি সরকারী ছুটি হিসেবে গণ্য করা হবে।

ইউনাইটেড ফোরাম অফ চার্চেস ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে অনুরোধ করছেন ইস্টার সানডে সরকারী ছুটি ঘোষণা বিবেচনা করতে। আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এ ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করবেন। - প্রেস বিজ্ঞপ্তি