মুক্তিদাতা হাইস্কুলে অনুষ্ঠিত হল আন্তঃশ্রেণী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গত ২৯ থেকে ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের মুক্তিদাতা হাইস্কুল বাগানপাড়াতে দুইদিনব্যাপী আন্তঃশ্রেণী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার সাগর কোড়াইয়া, বিশেষ অতিথি ছিলেন ফাদার শেখর কস্তা এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি।
এই অনুষ্ঠানের মূলসুর ছিল “সমাজ পরিবর্তনের বাহক সংস্কৃতি”। এই বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মুক্তিদাতা হাইস্কুলের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীরা কবিতা, ছড়া আবৃত্তি, গল্প বলা, নৃত্য, উপস্থিত বক্তৃত্বা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রধান অতিথি ফাদার সাগর কোড়াইয়া তার বক্তব্যে বলেন, “সংস্কৃতি চর্চা আমাদের চিন্তা-চেতনাকে বিকশিত করে। সমাজের নানা ধরণের অসঙ্গতিগুলোকে নির্মূলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।”
ফাদার আরো বলেন, “বর্তমানে সংস্কৃতি অনুশীলনের মাত্রা কমে যাচ্ছে। ছেলেমেয়েদের শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ করতে পারাকেই অনেক পিতামাতা স্বার্থপরতা বলে মনে করেন। কিন্তু মনকে উদার ও মানবিক করতে চাইলে জীবনের সাথে সংস্কৃতিকে মেলাতে হবে।”

প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন বলেন, “মুক্তিদাতা হাইস্কুল ছাত্র-ছাত্রীদের জন্য পড়াশুনার পাশাপাশি নানা ধরণের সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করে থাকে। আর এক্ষেত্রে পিতামাতার ভূমিকা রাখা দরকার।”
তিনি আরো বলেন, “অনেক পিতামাতা সন্তানদের পড়াশুনার পাশাপাশি অন্য কোন কার্যক্রমের সাথে যুক্ত হতে দেন না। আর এই মনোভাব একেবারেই ঠিক নয়। যদি সন্তান সংস্কৃতি চর্চার সাথে যুক্ত হয় তবে প্রত্যেক পিতামাতাকে বুঝতে হবে যে, আপনার সন্তান ঠিক পথেই হাঁটছে।”
দুইদিন ব্যাপি অনুষ্ঠানে নার্সারী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আবৃত্তি, ছড়াগান, অপঃরড়হ ঝড়হম, বিভিন্ন সংগীত, কৃষ্টি অনুসারে নৃত্য, সাধারণ নৃত্য, উপস্থিত বক্তব্য, ধারাবাহিক গল্প বলা, একক অভিনয়সহ নানা ধরনের প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
অনুষ্ঠান শেষে আন্তঃশ্রেণী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান করা হয়।
এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী। - ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি