সুরশুনিপাড়া প্রভূ নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রবীণ দিবস

সুরশুনিপাড়া প্রভূ নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রবীণ দিবস

গত ৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দরাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সুরশুনিপাড়া প্রভূ নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রবীণ দিবস।

এই দিবসের মূলসুর ছিল, “প্রবীণগণ পরিবার ও সমাজের আশির্বাদ”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৬৩ জন প্রবীণ অংশগ্রহণ করেন।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, “প্রবীণগণ পরিবার ও সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। তবে আমরা ভুলে যাই, তারাই হচ্ছেন সবচেয়ে বেশি জ্ঞানী ও প্রজ্ঞাবান। প্রবীণদের নিকট থেকে আমরা প্রজ্ঞা ও পরামর্শ নিতে পারি।”

ফাদার পল পিটার কস্তা বলেন, “প্রবীণগণ সন্তানদেরকে বড় করেছেন ঠিকই তবে অধিকাংশ পরিবারেই বয়োবৃদ্ধরা বঞ্চনার শিকার। তবে মণ্ডলি প্রবীণদের বিষয়ে ভাবেন। আমাদের মনে রাখতে হবে যে, আমরা প্রত্যেকেই একদিন প্রবীণ হবো তাই তাদের যত্ন নিতে হবে।”

এই দিবসে অংশগ্রহণকারী আন্তনী সরেন বলেন, “প্রবীণদের নিয়ে কেউ কখনো ভাবে না। মিশন কর্তৃপক্ষ আমাদের বিষয়ে ভেবেছেন এবং আমাদের দুঃখ-কষ্টের কথা শুনেছেন বিধায় ফাদারদের ধন্যবাদ জানাই।”

যেকোনো দেশেই মোট জনসংখ্যার একটি বিরাট অংশজুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী। সব ব্যক্তিকেই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রবীণদের অবহেলা না করে তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টিই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। - ক্যারোলিনা মুর্মু