ধন্যা কুমারী মারীয়ার স্বামী সাধু যোসেফ ছিলেন সেই পরম বিশ্বাসী জ্ঞানী সেবক, যার হাতে তুলে দিলেন প্রভু আপন গৃহের ভার। তিনি ছিলেন মানব পরিত্রাণের রহস্যের প্রতিপালক।
সাধু যোসেফ হলেন আমাদের পালক পিতা। তিনি সকল পিতার আদর্শ। তার অনেক গুণাবলি রয়েছে। বিশেষ করে পবিত্র পরিবার গঠনে, পালনে ও রক্ষণে তিনি আমাদের কাছে মহান আদর্শ।