কৃষ্ণনগর ধর্মপ্রদেশের বিভিন্ন গীর্জাগুলিতে উদযাপিত হল সাধু যোসেফের পর্ব দিবস

কৃষ্ণনগর ধর্মপ্রদেশের মহামান্য বিশপ নির্মল গোমস্ ও অন্যান্য পুরোহিতবর্গ।

গত বুধবার ১৯শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ, যীশুর পালক পিতা সাধু যোসেফের পর্ব দিবস পালিত হয় কৃষ্ণনগর ধর্মপ্রদেশের বিভিন্ন গীর্জা গুলিতে।

উক্ত ঐ দিন রানাবন্ধ ধর্মপল্লীর সীমান্তবর্তী গ্রাম গোংড়া সাধু যোসেফের গির্জায় মহাখ্রীষ্টযাগের মাধ্যমে এই উদযাপন শুরু হয়।

পরে দুই দিন ব্যাপী খ্রীষ্টিয় নাম কীর্তন ও গ্রাম পরিক্রমা করে দিনটি পালন করা হয়। উদ্বোধন করেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের মহামান্য বিশপ নির্মল গোমস্ ও অন্যান্য পুরোহিতবর্গ।

এছাড়াও বহির্গাছি প্যারিস, কল্যানী প্যারিস, চাপড়া প্যারিসও বিভিন্ন খ্রীষ্টিয় অনুষ্ঠানের মাধ্যমে সাধু যোসেফের পর্ব দিবস পালন করে।

চাপড়া প্যারিসের প্রত্যন্ত একটি গ্রাম আড়ংসরিষা গ্রামেও ১০০ জনের বেশি ঐদিন খোল করতালি দিয়ে সাধু যোসেফের প্রতিমূর্তি নিয়ে কীর্তন গান গেয়ে গ্রাম পরিক্রমা করে। পুরোহিত ও সিস্টারগনও এই সমস্ত অনুষ্ঠানে যোগ দেন।

এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম গঞ্জে খ্রীষ্ট ধর্মের মানুষ খুবই উৎসাহ ও আনন্দে মেতে ওঠেন। আগামী দিনে তারা একইভাবে নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে সমস্ত পার্বন দায়িত্ব সহকারে পালন করবেন বলে আশাবাদী।

প্রতিবেদন-

সৈকত মন্ডল।

(ইয়্যুথ অ্যানিমেটর, মালিয়াপোতা ধর্মপল্লী)