বনপাড়া ধর্মপল্লীর অর্ন্তগত কুমরুল গ্রামে উদযাপিত হল সাধু যোসেফের পর্ব দিবস

কুমরুল গ্রামে উদযাপিত হলো গির্জার প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস

গত ১৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, বনপাড়া ধর্মপল্লীর অর্ন্তগত কুমরুল গ্রামে উদযাপিত হলো গির্জার প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস।

দির্ঘ নয় দিনের আধ্যাত্মিক প্রস্তুতির পরে এই পর্ব দিবস উদযাপন করা হয়। এই আধ্যাত্মিক প্রস্তুতির মধ্যে ছিল নভেনা প্রার্থনা, পাপস্বীকার সাক্রামেন্ত ও আলোর অনুষ্ঠান।

কুমরুল পাহাড়িয়া আদিবাসী খ্রিস্টভক্তদের নিজস্ব উদ্যোগে দিনব্যাপী এই মহাপর্ব উৎসব পালন করা হয়।

বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন। সহার্পিত খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন ফাদার শ্যামল জেমস গমেজ, ফাদার সুরেশ পিউরীফিকেশন, ফাদার সানি কস্তা, এসজে, ফাদার রহিত মৃ, এসজে, ফাদার দীপক কস্তা, ওএমআই ও ফাদার বিশ্বনাথ মারান্ডীসহ অন্যান্য ব্রতধারিণীগণ।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার শংকর ডমিনিক গমেজ বলেন, “ধন্যা কুমারী মারীয়ার স্বামী সাধু যোসেফ ছিলেন সেই পরম বিশ্বাসী জ্ঞানী সেবক, যার হাতে তুলে দিলেন প্রভু আপন গৃহের ভার। তিনি ছিলেন মানব পরিত্রাণের রহস্যের প্রতিপালক।”

সাধু যোসেফের আসল মাহাত্ব হলো এই যে, পবিত্র আত্মার প্রভাবে মারীয়ার গর্ভে যে শিশু দেহ ধারণ করেছেন, অর্থাৎ দেহধারী ঈশ্বরপুত্র, তিনি সাধু যোসেফের মাধ্যমে দাউদের সন্তান বলে পরিচিত হয়েছেন। যীশুর মা মারীয়াকে তাঁর বৈধ স্ত্রী বলে গ্রহণ করে যোসেফ যীশুর পালক পিতা ছিলেন এবং বাস্তবে যীশুর বিষয়ে সব অধিকার ও দায়িত্ব পালন করেছেন”, বলেন ফাদার গমেজ

কুমরুল আদিবাসী খ্রিস্টান গ্রামের প্রধান সলেমান বিশ্বাস গ্রামের পক্ষ থেকে সাধু যোসেফের পর্বে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এই মহাপর্ব উৎসবে আশেপাশের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লী থেকে ২ সহস্রাধিক খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। - ফাদার শ্যামল জেমস গমেজ