চির নিদ্রায় শায়িত হলেন পবিত্র ক্রুশ সংঘের আমেরিকান মিশনারী ফাদার ফ্র্যাঙ্ক কুইনেভেল, সিএসসি
গত ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, চির নিদ্রায় শায়িত হলেন পবিত্র ক্রুশ সংঘের আমেরিকান মিশনারী ফাদার ফ্র্যাঙ্ক কুইনেভেল, সিএসসি ।
গতকাল আনুমানিক রাত ৯:৪৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। জানা গেছে, তিনি কয়েক দিন আগে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রদেশপাল পবিত্র ক্রুশ যাজক সংঘের ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি।
তিনি জন্মসূত্রে আমেরিকান নাগরিক কিন্তু বাংলার মাটিতে মিশে আছে তার হাজারো অবদান । তার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে পবিত্র ক্রুশ সংঘের যাজকদের মাঝে এবং সকল খ্রিস্টভক্তদের মাঝে।
তিনি বাংলাদেশ মণ্ডলীতে অনেক গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের পালকীয় সেবা দিয়ে গেছেন। এক কথায় বলা যায় যে, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি এবং তার জীবন যাপন ছিলো অতি সাধারন তাই তাকে বলা হয় গরীবের বন্ধু।
এছাড়াও তিনি পবিত্র ক্রুশ সংঘের সহকারী প্রভিন্সিয়াল হিসাবে তার গুরু দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।
মিশনারী ফাদার ফ্র্যাঙ্ক কুইনেভেল, সিএসসি ৪ আগষ্ট ১৯৪৩ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ডোনাল্ড কুইনলিভান এবং মাতার নাম মেরি রিটা। তিনি যাজকীয় অভিষেক লাভ করেন ৪ এপিল ১৯৭০ খ্রিস্টাব্দে ।
তার এই মহাপ্রয়াণে বাংলাদেশের সকল আর্চবিশপ, বিশপ, ফাদার-ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ঈশ্বর তাঁর এইভক্ত সেবককে চিরশান্তি দান করুন। - আরভিএ সংবাদ