বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

গত ১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ,  বনপাড়া ধর্মপল্লীর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস।

এই আন্তর্জাতিক প্রবীণ দিবসের মুলসুর ছিলো, “বয়স্ক ব্যক্তিরা স্থানীয় ও বৈশ্বিক কার্যক্রমে চালিকাশক্তি: আমাদের আকাঙ্খা, আমাদের সুস্থতা, আমাদের অধিকার”। এতে ধর্মপল্লীর পঞ্চাশোর্ধ ৪৫০জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো প্রবীণদের নিজস্ব ইচ্ছা, স্বাস্থ্যকর জীবন এবং তাদের মৌলিক অধিকারের প্রতি গুরুত্বারোপ ও বিশ্বজুড়ে প্রবীণদের প্রতি সমর্থন, তাদের সম্মান এবং সমাজে তাদের অবদানকে স্বীকৃতি জানানোর একটি আহ্বান।

খ্রিস্টযাগের মধ্যে দিয়ে সারাদিনের অধিবেশন শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্যাট্রিক গমেজ। খ্রিস্টযাগ শেষে প্রবীণদের আনন্দ র‌্যালীর মধ্য দিয়ে মিশন হলরুমে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রত্যেকের আসন গ্রহণের পর বাংলাদেশের প্রচলিত সামাজিক অনুষ্ঠানের রীতি অনুযায়ী বাবা-মার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এবং বয়স্ক প্রবীণদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ভালোবাসার প্রতীকি হিসেবে বিভিন্ন গ্রাম হতে মনোনীত প্রবীণদের পা ধুইয়ে দেন বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ এর চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া।

আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রারম্ভে মনের সকল অন্ধকার, অকল্যাণ ও রোগ-ব্যাধীকে ‍দূর করে আলো ও প্রজ্ঞার উন্মোচনের লক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলন করেন উপস্থিত ফাদার-সিস্টারসহ মনোনীত প্রবীণ ব্যক্তিগণ।

শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া বলেন, “জাতিসংঘ আন্তর্জাতিকভাবে প্রবীণ দিবসটি প্রতিবছর অক্টোবর মাসে পালনের সিদ্ধান্ত নেয় ১৯৯০ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর।”

তিনি আরো বলেন, “প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ খ্রিস্টাব্দ

থেকে এ দিবসটি পালন করা শুরু হয় এবং ২০২৫ খ্রিস্টাব্দে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হচ্ছে।”

ফাদার প্যাট্রিক গমেজ বলেন, “আজকের এই বিশেষ দিনে আমি অত্যন্ত খুশি আপনাদের সাথে একত্রিত হতে পেরে। বর্তমান সময়ের বাস্তবতায় প্রবীণরা আমাদের কাছে বোঝা মনে হলেও আসলে তারা আমাদের পথপদর্শক। তাদের জীবনের দীর্ঘসময়ের অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের জীবন আলোকিত ও সমৃদ্ধ করতে পারি।”

চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের একটি অঙ্গ-সংগঠন হিসেবে ক্রেডিট এর নিয়ন্ত্রাধীন একটি সামাজিক সংগঠন “ক্ষমা ও ভালোবাসা সংঘ” এর উদ্বোধন ঘোষণা করেন।

এই সংগঠনের উদ্দেশ্য পঞ্চাশোর্ধ প্রবীণদের একত্রিত করা, তাদের মানসিক ও সামাজিক বিনোদনের ব্যবস্থা, নিরাপদ সেবা নিশ্চিত করা, প্রার্থনাপূর্ণ পরিবেশ তৈরি করা, পারষ্পারিক আর্থিক ও মানসিক সহায়তা প্রদান, দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো এবং নিজে ভালো থাকা।

প্রবীণ দিবসে স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন মথি বিশ্বাস, শংকর মার্কুশ গ্রেগরী, মিলন গমেজ, সন্ধ্যা পিরিচ ও শেফালী রিবেরুসহ আরো অনেক প্রবীণ ব্যক্তিত্ব।

তারা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা, নিজ পরিবারে নিজেদের ভূমিকা বা বিভিন্ন পরিস্থিতিতে করণীয় এবং আজকের এই অনুষ্ঠানের জন্য আয়োজনকারীদের ধন্যবাদ জানান। - প্রতিবেদন কমিটি