রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের নিয়ে খ্রিস্টধর্ম বিষয়ক সেমিনার
গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে উওম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের নিয়ে খ্রিস্টধর্ম বিষয়ক সেমিনার।
এই সেমিনারের মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়েছিল “আমরা আশা’র তীর্থযাত্রী”। এতে রাজশাহী শহরের বিভিন্ন হোস্টেল ও ধর্মপল্লী থেকে আগত প্রায় ২৭৮জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।
উল্লেখ্য যে, ধর্মশিক্ষার পাশাপাশি এ সেমিনারে আরও ছিল আগমনকালীন আধ্যাত্নিক বিষয়ক সেমিনার এবং এ বিষয়ে সহভাগিতা করেন ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ।
তিনি তার সহভাগিতায় বলেন, “কিভাবে আমরা যীশুর আগমনের জন্য নিজেদের হৃদয় ও মনকে আরও বেশি শুদ্ধ করতে পারি? আর ক্যাথলিক মণ্ডলীতে পাপস্বীকার সংস্কার হলো আমাদের জন্য সেই আধ্যাত্নিক প্রস্তুতির একটি অন্যতম সুযোগ; যার মাধ্যমে আমার নিজেদের আধ্যাত্নিকভাবে যীশুর আগমনের জন্য প্রস্তুত করতে পারি।”
দিনব্যপী এই সেমিনারের মধ্যে ছিল পবিত্র খ্রিস্টযাগ, পাপস্বীকার সংস্কার, আগমনকালীন সহভাগিতা, কীর্তন এবং বিভিন্ন ধরণের খেলাধূলা।
অংশগ্রহণকারী রিমা বিশ্বাস বলেন, “এ ধরণের সেমিনার আসলেই আমাদের জন্য খুবই প্রয়োজন এবং যুগোপোযোগী, কারণ বর্তমানে আমাদের যুবক-যুবতীদের যে অবস্থা যদি ঠিক মতো শিক্ষা না দেওয়া হয় আহলে দেখা যাবে তারা মণ্ডলী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে; তাই যুব কমিশনের এ ধরণের আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং আমাদের যুব সমাজ সত্যিই কৃতজ্ঞ।” - রাজশাহী যুব কমিশন