ঢাকা মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান প্রকল্পের শিক্ষা কর্মশালা
গত ৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, কারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে মিরপুর ১২ ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান প্রকল্পের শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার অন্তর্গত পল্লবী থানার ৬নং ওয়ার্ডের ঝিলপাড় বস্তির দক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দুপুর ১.০০ ঘটিকায় একটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোট ৩৩৮টি পরিবারের ঘর আগুনে পুড়ে তাদের সমস্ত সম্বল হারিয়েছেন।
পরবর্তীতে কারিতাস বাংলাদেশ, ঢাকা অঞ্চল গত ৬ মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অধীনে ৬ নং ওয়ার্ডের পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল প্রাঙ্গণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩৮টি পরিবারকে পরিবার প্রতি নগদ ১০,০০০ টাকা এবং পরবর্তীতে গত ০৯ মার্চ আরোও তিনটি মানবিক সহায়তা প্যাকেজ- স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হিসেবে গোসলের সাবান (১৫০ গ্রাম) ২টি, ডিটারজেন্ট পাউডার (৫০০ গ্রাম) ২ প্যাকেট, সাবান কেস/বক্স (মাঝারি) ১টি, স্যানিটারি ন্যাপকিন (বেল্ট/১০পিছ) ১টি, টুথব্রাশ (ওরাল-বি/সেনসোডাইন) ৪টি, টুথপেষ্ট (২০০ গ্রাম) ১টি, নেইল কাটার (বড় সাইজ) ১টি, জরুরি শেল্টার এনএফআই (নন ফুড আইটেম) সহায়তা হিসেবে ১টি গামছা (ফ্যামিলি সাইজ), ১টি বেড শীট, ১টি মশারী, ১টি ফ্লোর ম্যাট/মেঝের মাদুর এবং জরুরি সুরক্ষা এনএফআই (নন ফুড আইটেম) সহায়তা হিসেবে ১টি চার্জার লাইট বিতরণ করা হয়েছে।
দাতাসংস্থা স্টার্ট নেটওয়ার্ক এর অর্থায়নে “মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের” অধীনে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে ৮ এপ্রিল কারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক “মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্প” এর শিক্ষা কর্মশালা বাংলাদেশ ট্রেনিং এন্ড রিসার্চ ফাউন্ডেশন (বিটিআরএফ), মিরপুর-১১, ঢাকা এ আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ওয়ার্ড কাউন্সিলর, ৬নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সভাপতিত্ব করেছেন সেবাষ্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ।
এছাড়াও উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চল এর আঞ্চলিক পরিচালক মি. সৌরভ রোজারিও, মি. আলেকজান্ডার ত্রিপুরা, হেড অব ডিএম, কারিতাস বাংলাদেশ, কারিতাস কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও কারিতাস ঢাকা অঞ্চলের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা (যেমন- BRAC, DSK, World Vision, CUP, IRB, CRS, ইত্যাদি) এর প্রতিনিধি, পল্লবী থানা প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, ঝিলপার বস্তির ক্ষতিগ্রস্ত উপকারভোগী, কমিউনিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। - কারিতাস ইনফরমেশন ডেস্ক