কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হল যুবদের আত্মকর্মসংস্থানের প্রশংসাপত্র বিতরণ অনুষ্ঠান
গত ৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হল নিরাপদ নগর সকলের জন্য নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক নগর প্রকল্পের যুবদের আত্মকর্মসংস্থানের প্রশংসাপত্র বিতরণের সেমিনার।
মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলে কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে ট্রেনিং সার্টিফিকেট বিতরণ ও আত্মকর্মসংস্থান সৃস্টিও লক্ষ্যে যবক- যুবতীদের মূলধন সহায়তা প্রদানের আয়োজন করা হয়।
এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭ নং ওয়ার্ডের হাজীরোড ও রজনীগন্ধা বস্তির মোট ২০ জন উপকারভোগী প্রশিক্ষণের সনদপত্র এবং মূলধন পেয়েছেন।
সুবিধাভোগীরা মোবাইল ব্যাংকিং(নগদ) দ্বারা মূলধন গ্রহণ করেন। সুবিধাভোগীদের মধ্যে ১২ জন সুবিধাভোগী শিল্প সেলাই প্রশিক্ষণ, ৭ জন সুবিধাভোগী রেফ্রিজারেশন ও এয়ার-কন্ডিশনিং এবং ০১ জন সুবিধাভোগী প্লাম্বিং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
নিরাপদ নগর প্রকল্পের ফিল্ড অফিসার মিসেস শাজিয়া পারভিনের সর্বজনীন প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করেন। পরে MAWTS এর পরিচালক মি. জেমস গমেজ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরবর্তীতে মি. মাইকেল রোজারিও, জুনিয়র প্রোগ্রাম অফিসার, দুর্যোগ ব্যবস্থাপনা, কারিতাস ঢাকা অঞ্চল প্রদত্ত বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য এবং মূলধন সহায়তা সম্পর্কে সহভাগিতা করেন।
বিশেষ আলোচনা করেন ইঞ্জিনিয়ার আহাব সিদ্দিক, সিনিয়র ম্যানেজার (প্রশিক্ষণ ও শিক্ষা), MAWTS এর বৃত্তিমূলক প্রশিক্ষণার্থীদের ভবিষ্যত চাকরির সুযোগ সম্পর্কে।
পরিশেষে সনদ গ্রহণের পর সুবিধাভোগীরা তাদের আনন্দের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করার মধ্যদিয়ে এই সেমিনারের সমাপ্তী ঘোষণা করা হয়। - আরভিএ সংবাদ