রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো আহ্বান বিষয়ক সেমিনার

গত ২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার বেনীদুয়ার যীশুর পবিত্র হৃদয়ের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আহ্বান বিষয়ক সেমিনার।
এই সেমিনারের মূলসুর ছিল “যিশুর আহ্বান-“আমি তোমাকে করে তুলবো মানুষ ধরার জেলে”। এতে উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত অষ্টম হতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যুবক-যুবতীরা প্রায় ১৬০জন অংশগ্রহণ করেন।
প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, আহ্বান বিষয়ক গানসহ পাল পুরোহিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়।
মূলসুরের ওপর আলোচনা করেন ফাদার বাপ্পী ক্রুশ। তিনি তার সহভাগিতায় বলেন, “যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করেন। আহ্বান হলো ডাক। যিশু আমাদের প্রত্যেককে ডাকেন তাঁর সাাথে চলতে, থাকতে ও বাণীপ্রচার করতে।”
ফাদার আরো বলেন, “তুমি কি যিশুর ডাক শুনতে পাও? তুমি কি প্রার্থনা ভালবাসো? তুমি কি বাণীপ্রচার করতে চাও? যিশুর আহ্বান হচ্ছে ভালোবাসার আহ্বান।”
“যিশু বলেন আমি আছি, তুমি শুধু হ্যাঁ বলো। মন রেখো: যিশু তোমাকে ভালোবাসেন। তাই যিশুকে তোমার ভালোবাসা এবং তাঁর আহ্বানে সাড়াদান করা উচিত,” বলেন ফাদার ক্রুশ।
এই আহ্বান বিষয়ক সেমিনারে বিভিন্ন সম্প্রদায়ের ফাদার-সিস্টারগণ নিজেদের জীবন আহ্বান সহভাগিতা করেন। - ফাদার স্বপন পিউরীফিকেশন