রাজশাহী ধর্মপ্রদেশের অষ্টম শ্রেণীর মেয়েদের জন্য অনুষ্ঠিত হলো “এসো দেখে যাও” আহ্বান সেমিনার
গত ৬ থেকে ৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো অষ্টম শ্রেণীর মেয়েদের জন্য ‘এসো দেখে যাও’ আহ্বান সেমিনার।
এই আহ্বান সেমিনারের মূলসুর ছিল, “খ্রিস্টবিশ্বাসীর দায়িত্ব: যিশুর আহ্বানে সাড়াদান”। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ৬০ জন মেয়ে অংশগ্রহণ করে।
মূলসুরের উপর সহভাগিতা করেন সিস্টার মেরী আরতি, এসএমআরএ। তিনি তার সহভাগিতায় বলেন, “যিশুর আহ্বানে সাড়াদানের জন্য দরকার যিশুর সাথে মিলিত হওয়া- প্রার্থনায়, দয়ার কাজে ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। ছোট বয়স থেকে অন্তরে যিশুর আহ্বান উপলদ্ধি করে সেইভাবে জীবন-যাপন করা।”
“ধর্মীয় জীবন আহ্বানে সাড়াদানে করণীয় দিক?” এই বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার সাগর কোড়াইয়া। ধর্মীয় জীবন আহ্বানে সাড়াদানে করণীয় দিক বুঝানোর জন্য তিনি বাইবেলের বিভিন্ন উক্তি, ঘটনা ও গল্প ও প্রেরণামূলক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন।
তিনি বলেন, জীবনের আহ্বান আবিষ্কার করার জন্য দরকার প্রার্থনা, গল্প করা, অন্যের জীবন দেখা। ঈশ্বরের ডাক শুনতে হয় ব্যক্তির মধ্য দিয়ে ও নিজের অন্তরে। সিস্টারদের জীবন ভালো লাগলে, এই জীবনের টান অনুভব করলে বুঝতে হবে ঈশ্বর আমাদের ব্রতীয় জীবনে আহ্বান করছেন।
বিশপ জের্ভাস রোজারিও বলেন, “আহ্বান জীবনে প্রবেশ করার জন্য কয়েকটি দিক গুরুত্ব দিতে হবে যথা প্রার্থনা, অলসতা দূর, আরাম-আয়েসের জীবন পরিহার, মোবাইল-টিভি দেখা হতে যতটা সম্ভব দূরে থাকা, ধর্মপল্লীর ফাদার-সিস্টারদের সাথে যোগাযোগ রাখা এবং যিশুর জন্য সব সময় নিজে দিতে প্রস্তুত থাকা ঠিক মা মারিয়ার মতো বলা আমি প্রভুর দাসী আপনি যা বলেছেন আমার তাই-ই হোক।”
ফাদার মাইকেল ও ফাদার বাবালু কোড়াইয়া তাদের সহভাগিতায় বলেন, বর্তমান বাস্তবতায় যিশুর আহ্বান উপলদ্ধি করে সাড়াদান যদিও কঠিন কিন্তু অসম্ভব নয়। যিশু আমাদের সবার দিকেই হাত বাড়িয়ে রয়েছেন। তিনি প্রশ্ন করেন, আমরা কী প্রস্তুত তার ডাকে সাড়া দিতে?
তিনদিনের এই আহ্বান সেমিনারের মধ্যে ছিল, পবিএ খ্রিস্টযাগ, প্রার্থনা অনুষ্ঠান, ফাদার ও সিস্টারদের জীবন সহভাগিতা, দলীয় আলোচনা। - ফাদার স্বপন পিউরীফিকেশন