রাজশাহী সাধু পিতর সেমিনারিতে জাতীয় যুব ক্রুশ বরণ ও প্রার্থনানুষ্ঠান

সাধু পিতর সেমিনারিতে জাতীয় যুব ক্রুশ বরণ ও প্রার্থনানুষ্ঠান

গত ২৪ থেকে ২৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সাধু পিতর সেমিনারিতে জাতীয় যুব ক্রুশ বরণ,  ক্রুশ অর্চনা ও বিশেষ ও প্রার্থনানুষ্ঠান অনুষ্টান করা হয়।

জাতীয় যুব ক্রুশের প্রতি ভক্তি ও সন্মান জানিয়ে বিশেষ ক্রুশ অর্চনা ও ক্রুশের প্রতি  মাল্যদান করা হয়। এতে সেমিনারির পরিচালক, আধ্যাত্মিক পরিচালক,সিস্টার, সেমিনারিয়ান ও খ্রিষ্টভক্তসহ মোট ৬৭ জন উপস্থিত ছিলেন।

জাতীয় যুব ক্রুশ নিয়ে অনুধ্যানে ফাদার বিশ্বনাথ মারান্ডী বলেন, “ক্রুশই আমাদের আশার পথ দেখায়, আমরা অনেক সময় ভ্রান্ত ধারণা ও পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই কিন্তু যীশুর ক্রুশ আমাদের ঈশ্বরের পথে ফিরে আসতে সহায়তা করে।”

আমরা বাস্তবতায় তাকালে দেখতে পাই অনেক যুবক-যুবতী বর্তমানে বিপথগামী তাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য যীশুর ক্রুশ হলো অন্যতম একটি মাধ্যম। তাই আসুন আমরা এই ক্রুশের চরণতলে নিজেদের সঁপে দেই,” বলেন ফাদার মারান্ডী।

একজন যুবক টুটুল টমাস গমেজ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “খ্রীষ্টের বলিদান কত বিশাল আমাদের জন্য যা আমরা বুঝে উঠতে পারিনা। আমরা প্রতিনিয়ত বাহ্যিক চিন্তা চেতনায় আচ্ছন্ন হয়ে নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করছি।”

গমেজ আরও বলেন,  “আমাদের মুক্তিদাতা আমাদের আহ্বান জানান তার ভালোবাসায় ব্রতি হতে। তাই আজ যখন আমি  আমার  দুঃখ-কষ্ট ক্রুশের তলে উৎসর্গ করেছি তখন আমি ঐশ্বরিক মূল্য, শান্তি ও ভালোবাসা উপলব্দি করেছি।” - লর্ড ডানিয়েল  রোজারিও