রাজশাহী উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রথম পাপস্বীকার ও খ্রীষ্টপ্রসাদ সংস্কার প্রদান
 
  গত ২৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রাসদ প্রদান সংস্কার অনুষ্ঠান।
এতে ধর্মপল্লীর প্রায় ৮৪জন ছেলেমেয়ে খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপ্রদেশের ভিকার জেনারেল এবং কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী।
ফাদার ফাবিয়ান মারাণ্ডী খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বলেন, “শিশুদের জন্য এই দিনটি সত্যি আনন্দের এবং এটি তাদের জীবনের শ্রেষ্ঠ ও স্মরণীয় দিন। কারণ তারা প্রথমবারের মতো আজকে যিশুকে তাদের অন্তরে গ্রহণ করবে।”
ফাদর শিশুদের আহ্বান করেন যেন যিশুকে অন্তরে ধারণ করে যিশুর সাথে যুক্ত থেকে পবিত্র জীবন যাপন করে। আর সেক্ষেত্রে অভিভবকগণ যেন তাদের সাহায্য করেন।
ফাদার আরো বলেন, “সাতটি সাক্রামেন্তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্রামেন্ত হলো খ্রীষ্টপ্রসাদ। আজকের এই দিনে তোমরা যে বিশ্বাস ও আকাঙ্খা নিয়ে যীশুকে খ্রীষ্টপ্রসাদের মাধ্যমে গ্রহণ করছ, সেই বিশ্বাস ও আকাঙ্খা যেন সারা জীবন ধরে রাখতে পার।”
প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণকারী একজন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার অনেক ইচ্ছা ছিল যে, খ্রীষ্টপ্রসাদ আকারে যীশুকে গ্রহণ করবো। আজ আমি খ্রীষ্টপ্রসাদ গ্রহণ করেছি তাই আমার অন্তরে একটা গর্ব যে আমি প্রভু যীশুকে গ্রহণ করতে পেরেছি।”
খ্রিস্টযাগের পর শিশুদের প্রথম পাপস্বীকার ও খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণের সার্টিফিকেট এবং উপহার প্রদান করা হয়।-ফাদার শেখর কস্তা
 
             
     
 
   
   
   
   
  