রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো জুবিলী বর্ষ

যীশু হৃদয়ের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো অর্ধ দিবস ব্যাপি শিশুদের নিয়ে জুবিলী বর্ষ

গত ৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ,  যীশু হৃদয়ের ধর্মপল্লী রাঙ্গামাটিয়াতে অনুষ্ঠিত হলো অর্ধ দিবস ব্যাপি শিশুদের নিয়ে জুবিলী বর্ষ।

ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ২১০জন শিশু এবং প্রায় ৩০জন এনিমেটর নিয়ে এই জুবিলী বর্ষ উদযাপন করা হয়।

পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে জুবিলী বর্ষের অনুষ্ঠান শুরু হয়।  ফাদার বিকাশ জেমস্ রিবেরু, সিএসসি পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন এবং জুবিলী বর্ষের উপর সুন্দর সহভাগিতা রাখেন।

ফাদার বিকাশ রিবেরু, সিএসসি পবিত্র খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে শিশুদের উদ্দেশ্যে শিশুদের গঠন, পিএমএস এর কার্যক্রম নিয়ে সুন্দর ও অর্থপূর্ণ সহভাগিতা করেন।

রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজ এর সার্বিক তত্ত্বাবধানে শিশু মঙ্গলের ছেলেমেয়েদের নিয়ে এই জুবিলী বর্ষটি পালন করা হয়।

অর্ধ দিবস ব্যাপি শিশুদের নিয়ে জুবিলীর কর্মসূচির মধ্যে ছিল শিুশুদের নিয়ে র‌্যালি, শ্রেণী ভিত্তিক বাইবেল কুইজ এবং শিশুদের অংশগ্রহনে সাস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অর্ধদিবস ব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

পরিশেষে পাল-পুরোহিত  ফাদার আলবিন গমেজ সকলকে ধন্যবাদ জানিয়ে  জুবিলী উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার লিয়ন জেভিয়ার রোজারিও