বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিশ্ব মা দিবস

গত ১৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিশ্ব মা দিবস।
এই দিবসের মূলসুর ছিল “ঐ দেখ তোমার মা”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১৬০জন মা উপস্থিত ছিলেন।
বিশ্ব মা দিবস উপল্লখ্যে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “মায়ের মধ্য দিয়ে জগতে আগমন, মা সকল দেশে সকল জাতিতে পূজনীয়। একটি শিশুর আগমের মধ্যে দিয়ে একজন নারী জগতের মা হয়ে উঠেন।”
ফাদার শংকর ডমিনিক গমেজ বিশ্ব মা দিবসের মূলসুরের উপর সহভাগিতায় বলেন, “মা ডাক হলো সবচেয়ে মধুর। সকল মাকে আমাদের সম্মান দেওয়া উচিত। মায়ের মধ্যে দিয়ে আমরা পৃথিবীর আলো দেখতে পাই। মায়ের স্থান হলো সব সময় সবার উপরে।”
“মায়ের ভালবাসায় সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠে। কিন্তু অনেক সন্তান আছে যারা মাকে বোঝা হিসেবে মনে করে এবং বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটা কিন্তু সন্তান হিসেবে ঠিক নয়। তাই আমাদের উচিত সকল মাকে আমাদের শ্রদ্ধা, ভালবাসা ও সম্মান দিয়ে বুকে আগলে রাখা,” বলেন ফাদার গমেজ।
অংশগ্রহণকারী সন্ধ্যা পিরিচ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “সুন্দর অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রত্যেক মাকে শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় আয়োজনকারী সবাইকে ধন্যবাদ জানাই।”
তিনি আরো বলেন, “একজন মা পরিবারকে আগলে রাখে। তবে মায়েদের যথাযথ সম্মান আমরা অনেক সময় দিতে অক্ষম। একজন মাকে সন্মান জানানো মানে একজন নারীর অধিকার সমুন্নত রাখা।”
ইতিহাস থেকে জানা যায় যে, আন্না জার্ভিসের চেষ্টায় ১৯১১ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে মা দিবস পালন শুরু হয় এবং ওয়েস্ট ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে এই দিবসে স্থানীয়ভাবে ছুটিও ঘোষণা করা হয়।
ঠিক পরের বছর ১৯১২ খ্রিস্টাব্দের মধ্যে আমেরিকার প্রায় সব রাজ্যে, শহরে এবং চার্চে মা দিবস বাৎসরিক ছুটি হিসেবে পালন শুরু হয়।
পরবর্তীতে ১৯১৪ খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট উড্রো উইলসন তার এক ঘোষণায় প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার সরকারি ছুটি হিসেবে মা দিবস পালনের বিলে সাক্ষরদান করেন। এই ভাবেই বিশ্ব মা দিবস প্রতি বছর পালিত হয়ে আসছে। - রিজেন্ট শিবলাল