শিক্ষার আলো ছড়িয়ে দিতে আন্ধারকোঠা ধর্মপল্লীতে গাব্রিয়েল সম্প্রদায়ের ব্রাদারদের আগমন
গত ১৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভারতের রাচি প্রদেশের গাব্রিয়েল সম্প্রদায়ের ব্রাদারগণ আন্ধারকোঠা ধর্মপল্লীতে আসেন।
গাব্রিয়েল সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ব্রাদার বিজয়সহ আরো ৬জন ব্রাদার আন্ধারকোঠা ধর্মপল্লীতে আসেন ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ নির্মানের পরিকল্পনা নিয়ে।
তাদের আগমন উপলক্ষ্যে গ্রামবাসীরা তাদেরকে ফুলের মালা ও স্থানীয় কৃষ্টির পাহাড়িয়া নাচ-গানের মাধ্যমে তাদের বরণ করে নেয়।
আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও সকলের সাথে ব্রাদারদের পরিচয় করিয়ে দেন এবং তাদের এ ধর্মপল্লীতে আশার উদ্দেশ্য ব্যক্ত করেন।
গাব্রিয়েল সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ব্রাদার বিজয় বলেন, “আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা আমাদের গাব্রিয়েল সম্প্রদায়ের ব্রাদারদের আপনাদের মাঝে বরণ করে নিয়েছেন। তবে আমাদের প্রধান কাজ হলো শিক্ষা বিষয়ক। আর বাংলাদেশে আমাদের কোনো স্কুল বা কলেজ নেই তাই আমরা এইখান থেকেই আমাদের এই কার্যক্রম শুরু করতে চাই।”
আমরা চাই আপনারা সর্বদায় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমাদের মিশন কাজ আমরা সুন্দর করে করতে পারি । - বেনেডিক্ট তুষার বিশ্বাস