বাংলাদেশে যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন

গত ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, নীলফামারী সদর উপজেলায় যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে ‘বাংলাদেশ ইয়্যুথ এম্পাওয়ারমেন্ট’ শীর্ষক প্রকল্প শুরু করেছে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন।
প্রকল্পটি ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ও নেদারল্যান্ড ভিত্তিক উর্ড এন ডাড প্রতিষ্ঠান-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পটি।
এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে সদর উপজেলার খোকশা বাড়ি, গোড়গ্রাম, চওড়া বড়গাছা, পলাশবাড়ি, কুন্দুপুকুর ইউনিয়ন এবং নীলফামারী পৌরসভার উপকারভোগীদের নিয়ে।
এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় যুবক-যুবতীদের হস্তশিল্পে দক্ষ করে তোলা এবং স্থানীয় প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক রঞ্জন জে, পি, রোজারিও।

জে, পি, রোজারিও বলেন, “ফাদার চার্লস প্রায় ৭০ বছর আগে বাংলাদেশ এসে হতদরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। তাঁরই আদর্শ আজ এই ফাউন্ডেশনের মাধ্যমে এখনও বাস্তবায়িত হচ্ছে। ফাদার চার্লস-এর স্বপ্ন ছিল, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। দক্ষতা অর্জন করে তরুন-তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে পরিবারের জন্য বাড়তি আয়ের সুযোগ পাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাসিক্যাল হোমমেইড প্রডাক্ট-এর এইচআর কর্মকর্তা জনাব মহসীন আলী এবং প্রকল্পের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
প্রায় ৩৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হওয়া প্রকল্পের প্রাথমিক মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হস্তশিল্প প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
প্রশিক্ষণ শেষে তারা পাট, কলার আঁশ, কচুরিপানা ও হোগলা-পাতার মতো স্থানীয় প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরির কৌশল শিখবে। পাশাপাশি, অর্জিত দক্ষতার মাধ্যমে হস্তশিল্প পণ্য প্রস্ততকারী প্রতিষ্ঠানে কাজ করার সুযোগও পাবেন তারা।
ইতিমধ্যে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সাথে হস্তশিল্প পণ্য প্রস্ততকারী প্রতিষ্ঠানের সাথে স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। - ডিসিনিউজ