অনুচিন্তন
অনুচিন্তন
যদিও এই হাত আজ বলিরেখায় পরিপূর্ণ, যদিও এই পা আজ নিজের ভার গ্রহণে অপারগ, যদিও বা এই কাঁধ আজ কোন দায়িত্ব গ্রহণে অসামর্থ্য। তাই কি তারা আজ আমাদের পরিবারের জন্য বোঝা স্বরূপ বা অবাঞ্ছিত কোন ব্যক্তি নাকি এই অবাঞ্ছিত ব্যক্তির মধ্যে দিয়েই পাওয়া যায় ঐশ্বরিক আশীর্বাদ!!
আসুন আজকে একটু ভেবে দেখি 🙏